মহারাষ্ট্রে সরকার গড়ার পথে শিবসেনা-এনসিপি-কংগ্রেস! আগামিকালই দেখা করছে রাজ্যপালের সঙ্গে

আজ শরদ পাওয়ার বলেন, সরকার তৈরি হচ্ছেই। এবং পাঁচ বছরের জন্য সরকার তৈরি হবে। এই মন্তব্য আসলে প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসকে উদ্দেশ করেই

Updated By: Nov 15, 2019, 05:42 PM IST
মহারাষ্ট্রে সরকার গড়ার পথে শিবসেনা-এনসিপি-কংগ্রেস! আগামিকালই দেখা করছে রাজ্যপালের সঙ্গে
ছবি-টুইটার

নিজস্ব প্রতিবেদন: আগামিকাল বিকেল ৩টে নাগাদ রাজ্যপাল ভগত্ সিং কোশারির সঙ্গে সাক্ষাত্ করতে পারে শিবসেনা-এনসিপি-কংগ্রেস। এখনও পর্যন্ত যা অবস্থান, তাতে সরকার গড়ার ক্ষেত্রে ঐক্যমতে পৌঁছেছে তিন দলই। এ কথা শুক্রবার খোলসা করেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির প্রধান শরদ পাওয়ার। তবে, মুখ্যমন্ত্রী ভাগাভাগি হচ্ছে নাকি অন্য কোনও গুরুত্বপূর্ণ পদ মিলবে কংগ্রেস, এনসিপির- এ বিষয়ে কুলুপ এঁটেছেন শরদ পাওয়ার।

আজ শরদ পাওয়ার বলেন, সরকার তৈরি হচ্ছেই। এবং পাঁচ বছরের জন্য সরকার তৈরি হবে। এই মন্তব্য আসলে প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসকে উদ্দেশ করেই। কারণ, ফডণবীস বলেছিলেন, ছয় মাস টিকবে না কংগ্রেস-এনসিপি-শিবসেনা জোট সরকার। ৭৯ বছর বয়সী প্রবীণ এনসিপি নেতার কটাক্ষ, দেবেন্দ্র ফডণবীসকে ভালভাবে চিনি। কিন্তু তিনি যে জ্যোতিষ শাস্ত্রের ছাত্রও এটা জানতাম না। মুখ্যমন্ত্রী সম্পর্কে প্রশ্ন করা হলে পাওয়ার জানান, যদি কেউ মুখ্যমন্ত্রী পদের দাবিদার হলে, চিন্তাভাবনা করব।

আরও পড়ুন- ‘সুপ্রিম রায়ে’ বেড়েছে জটিলতা! সবরীমালা মন্দির দর্শনে মহিলাদের নিরাপত্তা দেবে না কেরল সরকার

সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর পদ ভাগাভাগির পক্ষে সওয়াল করেছেন খোদ এনসিপি প্রধান শরদ পাওয়ার। তবে, এনসিপি নেতা নবাব মালিক ইঙ্গিত দেন, মুখ্যমন্ত্রী লড়াই নিয়ে বিজেপির থেকে আলাদা হয় শিবসেনা। তাই তাদের সম্মানের বিষয়টা মাথা রাখতে হবে। মুখ্যমন্ত্রী পদ তাদের জন্যই বলেন নবাব মালিক। কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকদের মত, মহারাষ্ট্রে সরকার গড়া নিয়ে যে রাজনৈতিক চাপানউতর চলছে, তাতে না আঁচানো পর্যন্ত বিশ্বাস নেই কে সরকার গড়ছে!

.