নাগপুরের হোটেলে আগুন লেগে মৃত ৭
মহারাষ্ট্রের নাগপুরের হোটেলে আগুন লেগে মৃত্যু হল ৭ জনের। আহত হয়েছেন কয়েকজন। তাঁদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক। চিকিত্সার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
![নাগপুরের হোটেলে আগুন লেগে মৃত ৭ নাগপুরের হোটেলে আগুন লেগে মৃত ৭](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/12/21/73783-nagpurhotelfire.jpg)
ওয়েব ডেস্ক : মহারাষ্ট্রের নাগপুরের হোটেলে আগুন লেগে মৃত্যু হল ৭ জনের। আহত হয়েছেন কয়েকজন। তাঁদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক। চিকিত্সার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
আরও পড়়ুন- OMG! দুধের শিশুর সঙ্গে মায়ের অমানবিক আচরণ
জানা গেছে, আজ সকালে আচমকাই নাগপুরের গন্ডিয়ার ওই হোটেলে আগুন লেগে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। আগুন বাড়তে থাকায় আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে সেখানে আসে দমকলের ১৫টি ইঞ্জিন। বহুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কীভাবে সেখানে আগুন লাগল এখনও পর্যন্ত তা জানা যায়নি। প্রাণে বাঁচতে বিপজ্জনকভাবে রক্ষা পাওয়ার চেষ্টা করেন অনেকে।