SFI-ABVP clash in JNU: জেএনইউ-তে ফের সংঘর্ষে জড়াল SFI-ABVP, বেশ কয়েকজন 'আহত'
রামনবমীর দিন ফের উত্তপ্ত জেএনইউ
নিজস্ব প্রতিবেদন: দিল্লির জহরলাল নেহেরু বিশ্ববিদ্য়ালয়ে (JNU) ফের সংঘর্ষে জড়ালেন এসএফআই (SFI) এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (ABVP) পড়ুয়ারা। এবিভিপি-র বিরুদ্ধে নন-ভেজ খাবার পরিবেশনে বাধা দেওয়া এবং মেস সেক্রেটারিকে নিগ্রহের অভিযোগ করেছে সিপিএম-এর ছাত্র সংগঠনের সদস্যরা। পাল্টা এসএফআই-এর বিরুদ্ধে রামনবমীর (Ram Navami) প্রার্থনায় বাধা দেওয়ার অভিযোগ করেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (ABVP)।
সূত্রের খবর, এ নিয়ে সংঘর্ষে জড়ায় দুই ছাত্র সংগঠন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এসএফআই (SFI)-এর অভিযোগ, রবিবার রামনবমীর (Ram Navami) থাকায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ননভেজ খাবার পরিবেশনে বাধা দেয় এবিভিপি। মেস সেক্রেটারিকে মারধর করে তাঁরা। বিশ্ববিদ্য়ালয়ের ছাত্র সংসদের প্রাক্তন সহ-সভাপতি শারিকার দাবি, এবিভিপির মারধরে ৫০-৬০ জন আহত হয়েছে।
Delhi | A scuffle broke out between two groups in JNU over allegedly eating non-vegetarian food
ABVP has gone on rampage in JNU as other students resisted their attempt to ban non-veg food. 50-60 people are injured, says Sarika a PhD student & former vice president of JNUSU pic.twitter.com/yED7K4OtTA
— ANI (@ANI) April 10, 2022
পাল্টা প্রার্থনায় বাধা দেওয়ার অভিযোগ করেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। জেএনইউ-এর এবিভিপি সংগঠনের সভাপতি রোহিত কুমার বলেন, "এখানে ননভেজ নিয়ে কোনও গণ্ডগোল হয়নি। আমাদের রামনবমীর প্রার্থনায় ওরা বাধা দিয়েছে।"
"Left & NSUI workers create ruckus during pooja in the university on the occasion of Ram Navami. There is no angle of non-veg. They have a problem with programs on the occasion of Ram Navami," says Rohit Kumar, ABVP's JNU wing president pic.twitter.com/IdA0EQD2lk
— ANI (@ANI) April 10, 2022
গোটা ঘটনার পর জহরলাল নেহেরু বিশ্ববিদ্য়ালয়ে (JNU) কর্তৃপক্ষ একটি নির্দেশ জারি করে। যেখানে বলা হয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বা মেসে ননভেজ খাবারের উপর কোনও নিষেধাজ্ঞা নেই।
আরও পড়ুন: Minor Girl Rape: নাবালিকাকে 'ধর্ষণ', ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে ফের 'গণধর্ষণ', 'ভয়ঙ্কর' ঘটনা
আরও পড়ুন: Modi-Biden Meet: রাশিয়ার তেল আমদানি নিয়ে বাড়তে চলেছে চাপ! কাল বৈঠকে মোদী-বাইডেন