SFI-ABVP clash in JNU: জেএনইউ-তে ফের সংঘর্ষে জড়াল SFI-ABVP, বেশ কয়েকজন 'আহত'

রামনবমীর দিন ফের উত্তপ্ত জেএনইউ

Updated By: Apr 10, 2022, 10:45 PM IST
SFI-ABVP clash in JNU: জেএনইউ-তে ফের সংঘর্ষে জড়াল SFI-ABVP, বেশ কয়েকজন 'আহত'

নিজস্ব প্রতিবেদন: দিল্লির জহরলাল নেহেরু বিশ্ববিদ্য়ালয়ে (JNU) ফের সংঘর্ষে জড়ালেন এসএফআই (SFI) এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (ABVP) পড়ুয়ারা। এবিভিপি-র বিরুদ্ধে নন-ভেজ খাবার পরিবেশনে বাধা দেওয়া এবং মেস সেক্রেটারিকে নিগ্রহের অভিযোগ করেছে সিপিএম-এর ছাত্র সংগঠনের সদস্যরা। পাল্টা এসএফআই-এর বিরুদ্ধে রামনবমীর (Ram Navami) প্রার্থনায় বাধা দেওয়ার অভিযোগ করেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (ABVP)।

সূত্রের খবর, এ নিয়ে সংঘর্ষে জড়ায় দুই ছাত্র সংগঠন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।  এসএফআই (SFI)-এর অভিযোগ, রবিবার রামনবমীর (Ram Navami) থাকায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ননভেজ খাবার পরিবেশনে বাধা দেয় এবিভিপি। মেস সেক্রেটারিকে মারধর করে তাঁরা। বিশ্ববিদ্য়ালয়ের ছাত্র সংসদের প্রাক্তন সহ-সভাপতি শারিকার দাবি, এবিভিপির মারধরে ৫০-৬০ জন আহত হয়েছে।

পাল্টা প্রার্থনায় বাধা দেওয়ার অভিযোগ করেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। জেএনইউ-এর এবিভিপি সংগঠনের সভাপতি রোহিত কুমার বলেন, "এখানে ননভেজ নিয়ে কোনও গণ্ডগোল হয়নি। আমাদের রামনবমীর প্রার্থনায় ওরা বাধা দিয়েছে।"

গোটা ঘটনার পর জহরলাল নেহেরু বিশ্ববিদ্য়ালয়ে (JNU) কর্তৃপক্ষ একটি নির্দেশ জারি করে। যেখানে বলা হয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বা মেসে ননভেজ খাবারের উপর কোনও নিষেধাজ্ঞা নেই। 

আরও পড়ুন: Minor Girl Rape: নাবালিকাকে 'ধর্ষণ', ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে ফের 'গণধর্ষণ', 'ভয়ঙ্কর' ঘটনা

আরও পড়ুন: Modi-Biden Meet: রাশিয়ার তেল আমদানি নিয়ে বাড়তে চলেছে চাপ! কাল বৈঠকে মোদী-বাইডেন

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.