অমিত-কৌশলে গুজরাটে ফের ধাক্কা খেল কংগ্রেস
শঙ্করসিং বাঘেলার ছেলে মহেন্দ্রসিং যোগ দিলেন গেরুয়া শিবিরে।
নিজস্ব প্রতিবেদন: গুজরাটে ফের ধাক্কা খেলেন রাহুল গান্ধী। শনিবার বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন হেভিওয়েট নেতা শঙ্করসিং বাঘেলার ছেলে মহেন্দ্রসিং। উল্লেখ্য, ১৯৯৬-৯৭ সাল পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন শঙ্করসিং বাঘেলা। বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করেন তিনি। তবে গতবছর কংগ্রেসও ছেড়ে দেন। গুজরাটের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র বাঘেলা। খোদ প্রধানমন্ত্রীও প্রশংসা করেছেন এই প্রবীণ নেতার। তাঁর ছেলেই এলেন গেরুয়া শিবিরে।
গান্ধীনগরে করনাবতী বিশ্ববিদ্যালয়ে চলছে 'যুব সংসদ'। অনুষ্ঠানের সূচনা করবেন অমিত শাহ। তার ফাঁকেই মহেন্দ্রসিং বাঘেলার যোগদানের ঘোষণা করেন গুজরাট বিজেপির সভাপতি জিতুভাই বাঘানি। কংগ্রেসে ভাঙন ধরানোর নেপথ্যে অমিত শাহের 'মস্তিষ্ক' দেখছেন অনেকে। বৃহস্পতিবার বিকেলে আহমেদাবাদ বিমানবন্দরে নামেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তার ৪৮ ঘণ্টার মধ্যেই কংগ্রেসকে ধাক্কা দিলেন তিনি।
বিজেপিতে কোণঠাসা হওয়ার পর ২০১৪ সালে কংগ্রেসের হাত ধরেন শঙ্করসিং বাঘেলা। তবে গুজরাটের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কে চিড় ধরেনি। গুজরাট বিধানসভায় বাঘেলার শেষ ভাষণের পর তাঁকে 'গুজরাটের মহান সন্তান' আখ্যা দিয়েছেন খোদ নরেন্দ্র মোদী।
গত দু'সপ্তাহে কংগ্রেস ছেড়েছেন প্রবীণ নেতা কুনওয়ারজি বাভালিয়া ও রাজকোটের প্রাক্তন বিধায়ক ইন্দ্রনীল রাজ্যগুরু। বিজেপিতে যোগদান করে ইতিমধ্যে মন্ত্রিত্বও পেয়ে গিয়েছেন বাভালিয়া। এবার কে? এই প্রশ্নই ঘোরাফেরা করছে গুজরাটের অন্দরে।
Shankarsinh Vaghela's son Mahendrasinh joins BJP - Zee 24 Kalak: https://t.co/PGOHTZpZJd via @YouTube
— Zee 24 Kalak (@Zee24Kalak) July 14, 2018
গুজরাটে সম্প্রতি বিধানসভার ভোটে বিজেপি ফের ক্ষমতা ধরে রাখলেও কঠিন লড়াই ছুড়ে দিতে পেরেছেন রাহুল গান্ধী। ২০১৯ সালে গুজরাটে ভাল ফল করার সম্ভাবনা দেখছে কংগ্রেস হাইকম্যান্ড। কংগ্রেসে ভাঙন ধরিয়ে সেই স্বপ্নই ভেস্তে দিতে চাইছেন মোদীর সেনাপতি অমিত শাহ।