এনকাউন্টারে খতম ৪ জঙ্গি, অধরা এখনও ২, কর্ডন করে চলছে সার্চ অপারেশন
স্থানীয় পুলিস সুত্রে খবর, গত সপ্তাহে লস্কর কমান্ডার সাজ্জাদ আফগানি মারা যাওয়ার পরই বদলা নিতে চায় জঙ্গিরা।
নিজস্ব প্রতিবেদন: এনকাউন্টারে (encounter) খতম ৪ জঙ্গি। সোমবার সকালে শোপিয়ার (Shopian) মণিহাল (Manihal)এলাকায় জঙ্গিদের পাকড়াও করা হয়। তারা পালাতে গেলে গুলি চালায় নিরাপত্তাবাহিনী।পুলিসের তরফে জনানো হয়েছে, তিনজনই লস্কর-ই-তৈবার (Lashkar-e-Taiba) সদস্য। ওই এলাকায় আরও দুই জঙ্গি লুকিয়ে রয়েছে বলে মনে করছে নিরপত্তাবাহিনী। চলছে সার্চ অপারেশন।
গোটা এলাকা কর্ডন করে রেখেছে নিরাপত্তাবাহিনী। মধ্যরাতে গোপনসূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় যৌথ বাহিনী। ঘণ্টা দুয়েকের মাথায় নাগালে আসে ৪ জঙ্গি। 'ওপেন ফায়ার' করে গুলি করা হয় বলে পুলিস সুত্রে জানা গিয়েছে।
জানা গিয়েছে, জঙ্গিদের (terrorists) আত্মসমর্পণ করতে বলা হলে তারা মানতে চায় না। তখনই এনকাউন্টার করা হয়। ঘটনায় ৪ জঙ্গি খতম হলেও দুজন পালিয়ে গিয়েছে। তারা এখনও অধরা।
স্থানীয় পুলিস সুত্রে খবর, গত সপ্তাহে লস্কর কমান্ডার সাজ্জাদ আফগানি মারা যাওয়ার পরই বদলা নিতে চায় জঙ্গিরা।