২০১৯ সালে ভোটের আগে মহাজোট সম্ভব নয়, মত ইয়েচুরির

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনওরকম সমঝোতা নয়,বললেন ইয়েচুরি।

Updated By: Jun 29, 2018, 10:30 PM IST
 ২০১৯ সালে ভোটের আগে মহাজোট সম্ভব নয়, মত ইয়েচুরির

নিজস্ব প্রতিবেদন: লোকসভা ভোটের আগে কি মহাজোট গঠন সম্ভব? ২০১৯ সালের লোকসভা ভোটের আগে মহাজোট সম্ভব নয় বলে মত সীতারাম ইয়েচুরির। তাঁর কথায়, ''ভোটের আগে মহাজোট সম্ভব নয়, বরং ফলপ্রকাশের পরই জোট হতে পারে।'' WION-এ সাক্ষাত্কারে তৃণমূলের সঙ্গে সমঝোতা প্রসঙ্গে সিপিএমের সাধারণ সম্পাদক এও স্পষ্ট করেছেন, ''মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনওরকম সমঝোতা নয়। নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে চাই না।''  

বিভিন্ন আঞ্চলিক দলের আলাদা আলাদ মতাদর্শ নিয়ে কি মহাজোট সম্ভব? সীতারাম ইয়েচুরির জবাব, ''জাতীয়স্তরে বিরোধীদের নিয়ে মহাজোট সম্ভব নয়। নির্বাচনের পরই এখনও পর্যন্ত জোট হয়েছে। ভিপি সিংয়ের সরকার অথবা ১৯৯৬ সালের ইউনাইটেড ফ্রন্ট বা ২০০৪ সালের ইউপিএ সরকার গঠন হয়েছিল ফলপ্রকাশের পরে। এমনকি ১৯৭৭ সালেও নির্বাচনের  জোট সরকারের নেতা নির্বাচন করা হয়েছিল।''

মমতা বন্দ্যোপাধ্যায় ও চন্দ্রশেখর রাওকে সঙ্গে নেবেন? সীতারামের কথায়,''বাংলায় আমাদের স্লোগান, মোদী হঠাও দেশ বাঁচাও, মমতা হঠাও বাংলা বাঁচাও। দুজনেই প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতায় মেতেছেন। আগে কোনওদিন বাংলায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী পালিত হয়নি। মমতা আবার সংখ্যালঘু মৌলবাদীদের উত্সাহ দিচ্ছেন। যত বেশি তিনি এমনটা করছেন, তত  মাথাচাড়া দিচ্ছে হিন্দুত্ব।''

তৃণমূলের সঙ্গে কি সমঝোতা নয়? ইয়েচুরি বলেন,''না, কোনও সমঝোতাই বর্তমানে সম্ভব নয়। ভোট পরবর্তী পরিস্থিতি নিয়ে কোনও মন্তব্য করতে চাই না। নির্বাচনের পরে দেখব।'' 

.