Nirmala Sitharaman: বাজেটের বসতে লক্ষ্মী-অলক্ষ্মী! নির্মলাকে নিয়ে ঠাট্টা মসকরায় মত্ত নেটপাড়া...

Nirmala Sitharaman: আমজনতা এই নিয়ে গভীর চিন্তায় ডুব দিলেও, কিছু নেটিজেন মত্ত মিম তৈরিতে। সম্ভাব্য ট্যাক্স কমানোর আশায় যেমন তাঁরা প্রতিক্রিয়া দিয়েছেন তেমনই তাঁর বাজেট বিশেষজ্ঞ হয়ে ওঠার জন্য সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই তৈরি হয়েছে হাস্য-রসিকতায় পূর্ণ প্রচুর মিম...

Updated By: Feb 1, 2025, 02:15 PM IST
Nirmala Sitharaman: বাজেটের বসতে লক্ষ্মী-অলক্ষ্মী! নির্মলাকে নিয়ে ঠাট্টা মসকরায় মত্ত নেটপাড়া...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আজ সকাল ১১ টা থেকে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কেন্দ্রীয় বাজেট ২০২৫ এর পেশ করেছেন। এটি তাঁর অষ্টম বাজেট এবং নরেন্দ্র মোদী সরকারের তৃতীয় মেয়াদের প্রথম পূর্ণঙ্গ বাজেট। 

আরও পড়ুন: Union Budget 2025 LIVE Update: টানা অষ্টমবারের জন্য বাজেট পেশ নির্মলার! নিয়ন্ত্রণে আসবে চড়া বাজারমূল্য?

শাসককর্তা থেকে আমজনতা এই নিয়ে গভীর চিন্তায় ডুব দিলেও, কিছু নেটিজেন মত্ত মিম তৈরিতে। সম্ভাব্য ট্যাক্স কমানোর আশায় যেমন তাঁরা প্রতিক্রিয়া দিয়েছেন তেমনই তাঁর বাজেট বিশেষজ্ঞ হয়ে ওঠার জন্য সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই তৈরি হয়েছে হাস্য-রসিকতায় পূর্ণ প্রচুর মিম। 

Nirmala Sitaraman Meme

কখনও নির্মলাকে পড়ানো হয়েছে ম্যগির চুল তো কখনো আতার মধ্যে ঢুকিয়ে করেছে তাঁকে নিয়ে মিম!

আপনি কখনও মুঘল-ই-আজম সিনেমার সঙ্গে নির্মলা সীতারামনের তুলনা করতে পেরেছেন! নেটিজেনেরা পেরেছে। ব্যপারটা ঠিক কিরকম দেখতে স্ক্রল করুন।

সীতারমনকে মা লক্ষ্মীর সঙ্গে তুলনা করেছেন নেটিজেনরা। তাতে আবার লিখেছেন, 'উত্তম ভবিষ্যতের জন্য মা লক্ষ্মীর প্রার্থনা।'

প্রাইম ইন্ডিয়ার শো পঞ্চায়েতের কথা উল্লেখ করে তৈরি হয়েছে মিম!

'তুম আমির হো, খুশনাসীব হো, ম্যায় গরীব হু, বদনাসিব হু (আপনি ধনী এবং ভাগ্যবান, আমি গরীব, দুর্ভাগা)' একজন নেটিজেন আবার লিখেছেন, হতাশা প্রকাশ করার জন্য মিঠুন চক্রবর্তীর এই আইকনিক ডায়লগটি খুবই ভালো!

আরও কিছু হাস্যকৌতুকতায় পূর্ণ কিছু মিম যা দেখলে নিশ্চিত হাসতে হাসতে হবেন পাগল-

সাধারণ মধ্যবিত্তদের নিয়েও নেটিজেনরা তৈরি হয়েছে মিম-

ট্যক্সের টাকা পেমেন্টকে নিয়েও তৈরি হল মিম। ভাবছেন এও কি সম্ভব! 

আরও কত হাসবেন এইসব মিম দেখে! হাসতে চাইলে দেখুন পরবর্তী মিমগুলি-

এসবের মাঝেই আর একজন নেটিজেন দেবী জ্ঞানে করেছেন পুজো।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের দারিদ্র ও মধ্যবিত্তদের উপর তাঁর আশীর্বাদ বর্ষণ করার জন্যই মূলত দেবী লক্ষ্মীকে আহ্বান জানিয়েছিলেন। দিল্লিতে সংসদের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, 'আমি দেবী লক্ষ্মীর কাছে প্রার্থনা করি দেশের দারিদ্র এবং মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা তাঁর দ্বারা যেন আশীর্বাদপ্রাপ্ত হন।'

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.