ধর্ম লুকিয়ে বিয়ে, ৬ বছর সংসার করার পর ধরা পড়ে স্ত্রীকে ধর্মান্তরের চেষ্টা
ধর্মীয় পরিচয় লুকিয়ে বিয়ে করার পর ধর্ম বদলের চাপ দেওয়ার অভিযোগ।
নিজস্ব প্রতিবেদন: বিয়ের ৬ বছর স্বামীর ধর্মীয় পরিচয় জানতে পারলেন স্ত্রী। উত্তরপ্রদেশের মেরঠের এক মহিলার অভিযোগ, ৬ বছর সংসার করার পর তিনি বুঝতে পেরেছেন, তাঁর স্বামী মুসলিম। এখন তাঁকে ধর্মান্তরের চাপ দিচ্ছেন ওই ব্যক্তি। হিন্দু পরিচয় দিয়ে তাঁকে বিবাহ করেছিলেন তিনি।
শনিবার বজরং দলের লোকজনকে নিয়ে মেরঠের পুলিস সুপারের কাছে হাজির হন ওই মহিলা। তাঁর অভিযোগ, ''ইসলামের নানা রীতি আমাকে দিয়ে জোর করে করানো হত। কিন্তু আমি ধর্ম বদল করতে চাই না।'' সুবিচারের আর্জি জানিয়েছেন তিনি। ঘটনার তদন্ত করছে পুলিস।
Meerut: A woman, with Bajrang Dal members, met Senior Superintendent of Police earlier today, says 'After 6 years of marriage I discovered my husband is a Muslim when initially he said he's a Hindu. They started imposing their rituals on me & forced me to convert'. Probe underway pic.twitter.com/x87azlheJP
— ANI UP (@ANINewsUP) July 7, 2018
জি নিউজকে ওই মহিলা বলেছেন, ''আমার স্বামী নিজেকে হিন্দু পরিচয় দিয়ে বিবাহ করেছিলেন। শ্বশুর বাড়ি যাওয়ার পর বুঝতে পারি, আমার স্বামী মুসলিম। তিনি আমাকে জোর করে ধর্মান্তরের চেষ্টা করেছেন। এমনকি ইসলামি রীতি মেনে পুনর্বিবাহের চাপও দিয়েছে স্বামীর পরিবার।''
আরও পড়ুন- গোঁফ ছাড়া দাড়ি রেখে ভয় ছড়ানোর চেষ্টা করছে মুসলিমরা, বিতর্কিত মন্তব্য ওয়াসিম রিজভির