সাতসকালে মৃদু কম্পে কাঁপল দিল্লি

ইউএস জিওলজিক্যাল সার্ভে জানাচ্ছে, তাজিকিস্তানের কফারনিহনে ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৬

Updated By: Feb 20, 2019, 08:45 AM IST
সাতসকালে মৃদু কম্পে কাঁপল দিল্লি
প্রতীকী ছবি।

নিজস্ব প্রতিবেদন: সাত সকালে কেঁপে উঠল রাজধানী। বুধবার, দিল্লি-সহ বেশ কিছু এলাকায় মৃদু কম্পন অনুভব হয় বলে জানা গিয়েছে। উত্তর প্রদেশের ভগপতে কম্পনের মাত্রা রিখটার স্কেলে ৩.৯ ধরা পড়ে। সকাল ৮ নাগাদ ওই কম্পন অনুভব হয়।

ইউএস জিওলজিক্যাল সার্ভে জানাচ্ছে, তাজিকিস্তানের কফারনিহনে ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৬। তাজিকিস্তানই এই ভূমিকম্পের উত্পত্তিস্থল কিনা এখনও পর্যন্ত জানা যায়নি।

আরও পড়ুন- ভিডিয়ো: প্রোটোকল ভেঙে বিমানবন্দরে উষ্ণ আলিঙ্গনে সৌদির যুবরাজকে অভ্যর্থনা মোদীর

তবে, মৃদু কম্পন অনুভব হলেও রাজধানী-সহ উত্তর প্রদেশের বেশ কিছু এলাকায় চাঞ্চল্য ছড়ায়। রাস্তায় বেরিয়ে পড়েন বহু মানুষ। সোশ্যাল মিডিয়ায় ভূমিকম্পের অভিজ্ঞতা ইতিমধ্যেই পোস্ট করতে শুরু করেছেন নেটিজেনরা। ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কিনা এখনও পর্যন্ত জানা যায়নি।  

.