Smartphone Addiction: স্মার্টফোনের নেশা তাড়াতে চুক্তিপত্রে সই! নিয়ম ভাঙলে 'কড়া' শাস্তির দাওয়াই...

চুক্তিপত্রের ৩টে নিয়ম মেনে চলতেই হবে সবাইতে। নইলে মিলবে না খাবার!

Updated By: Jan 5, 2024, 05:29 PM IST
Smartphone Addiction: স্মার্টফোনের নেশা তাড়াতে চুক্তিপত্রে সই! নিয়ম ভাঙলে 'কড়া' শাস্তির দাওয়াই...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্মার্টফোনে আসক্তি বাড়ির সবার। সেই আসক্তি ছাড়াতে পরিবারের সদস্যদের দিয়ে রীতিমতো চুক্তিপত্রে সই করালেন এক মহিলা। নাম মঞ্জু গুপ্তা। চুক্তিপত্রে সইয়ের মাধ্যমে দিনের একটি নির্দিষ্ট সময়ে বাড়ির লোকেদের মোবাইল ফোনে বুঁদ হয়ে থাকা থেকে নিরস্ত করেন তিনি। এমনকি চুক্তিপত্রে এই মর্মে সই করান যে, যদি কেউ এই নিয়ম ভাঙে, এই নিয়মের অন্যথা করে, তবে সে আর সুইগি ও জোম্যাটো থেকে খাবার অর্ডার করতে পারবে না।

চুক্তিপত্রের ছবি এক্স হ্যান্ডেলে শেয়ার হতেই তা ভাইরাল হয়ে গিয়েছে। চুক্তিপত্রে লেখা, "গুপ্তা পরিবারের প্রত্যেক সদস্যের উদ্দেশে। আমি মঞ্জু গুপ্তা আমার পরিবারের সদস্যদের জন্য কিছু নিয়ম বানাচ্ছি, কারণ আমার মনে হচ্ছে যে আমার পরিবারের লোকেরা আমার থেকে বেশি মোবাইলের প্রতি আসক্ত হয়ে গিয়েছে।" কী কী নিয়ম লেখা সেই চুক্তিপত্রে?

১) ঘুম থেকে উঠে সবাই মোবাইল নয়, সূর্য দেবতাকে দর্শন করবে। 
২) রাতের ডিনার সবাইকে একসঙ্গে ডাইনিং টেবিলেই খেতে হবে। আর ফোন রাখতে হবে নিজের থেকে ২০ হাত দূরে। 
৩) বাথরুমে যাওয়ার সময় সবাই নিজের ফোন বাইরে রাখবে। যাতে রিলসের জায়গায় সবাই নিজের কাজে (পটিতে) মন দিতে পারে।

চুক্তিপত্রে আরও বলা হয়েছে যে, এটা কোনও রেগেমেগে নেওয়া সিদ্ধান্ত নয়। তাঁর সন্তানরা যখন তাঁকে একটি ওটিটি মাধ্যমে 'খো গ্যায়ে হাম কাহা' দেখায়, তখন তিনি বুঝতে পারেন যে তাঁরা সন্তানরা লাইকস পাওয়ার জন্য় কীরকম পাগল হয়ে গিয়েছে। এরপরই চুক্তিপত্রের নিয়ম ভাঙলে কী করা হবে, সেই শর্ত আরোপ করা হয়েছে। নীচে ফুটনোট দিয়ে লেখা হয়েছে, কেউ যদি উপরে লেখা নিয়মগুলো ভাঙে, তাহলে এক মাসের জন্য সে অনলাইনে সুইগি বা জোম্যাটো থেকে খাবার অর্ডার করতে পারবে না। 

আরও পড়ুন, Dating App: 'ডেটিং অ্যাপে আলাপ, ম্যাট্রিমোনিয়াল সাইটে নয়', ধর্ষণে অভিযুক্তকে জামিন হাইকোর্টের!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.