ফের খান পরিবারের গাড়ির শিকার ফুটপাতবাসী
বলিউড অভিনেতা ও চিত্র প্রযোজক আরবাজ খানের গাড়ির ধাক্কায় মৃত্যু হল ৭০ বছরের এক বৃদ্ধার। রবিবার রাত সাড়ে ১১ নাগাদ দুর্ঘটনাটি ঘটে বান্দ্রার সেন্ট অ্যান্ড্রুজ চার্চের কাছে। সে সময়ে গাড়ি চালাচ্ছিলে সোহেল খানের ড্রাইভার ধনঞ্জয় পিম্পেল। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করেছে পুলিস।
বলিউড অভিনেতা ও চিত্র প্রযোজক আরবাজ খানের গাড়ির ধাক্কায় মৃত্যু হল ৭০ বছরের এক বৃদ্ধার। রবিবার রাত সাড়ে ১১ নাগাদ দুর্ঘটনাটি ঘটে বান্দ্রার সেন্ট অ্যান্ড্রুজ চার্চের কাছে। সে সময়ে গাড়ি চালাচ্ছিলে সোহেল খানের ড্রাইভার ধনঞ্জয় পিম্পেল। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করেছে পুলিস। প্রাথমিক তদন্তে পুলিস জানতে পেরেছে, দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন না আরবাজ বা তাঁর ভাই সোহেল খান।
ফের একবার বিতর্কে জড়ালো বলিউড অভিনেতা সলমন খানের পরিবার। সলমনের ভাই আরবাজ খানের গাড়ির ধাক্কায় সত্তর বছরের এক বৃদ্ধার মৃত্যু ঘিরে ইতিমধ্যেই দানা বেঁধেছে বিতর্ক। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত সাড়ে ১১টা নাগাদ অভিনেতা এবং চিত্র প্রযোজক আরবাজ খানের ছাই রঙা ল্যান্ড ক্রুজার(নম্বর- এমএইচ ০৬ ডব্লিউ ৫৪০)-এর ধাক্কায় গুরুতর আহত হন চন্দন বালা নামে ওই বৃদ্ধা। অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে দীর্ঘক্ষণ বিনা চিকিত্সায় ফেলে রাখা হয় দুর্ঘটনাগ্রস্ত বৃদ্ধাকে। এরপরেই মৃত্যু হয় চন্দন বালার।
তদন্তে নেমে পুলিস জানতে পারে , দুর্ঘটনার সময়ে গাড়িটি চালাচ্ছিলেন অভিনেতা ও চিত্র পরিচালক সোহেল খানের চালক ধনঞ্জয় পিম্পেল। একাধিক ধারায় মামলা রুজু করে ধনঞ্জয় পিম্পেলকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিস। প্রাথমিক তদন্তে পুলিস জানতে পেরেছে দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন না আরবাজ খান বা সোহেল খান কেউই । তবে গাড়ির মালিকানাসূত্রে তাঁদের জবানবন্দী নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিস। মৃত চন্দন বালা ফুটপাথের বাসিন্দা ছিলেন। এর আগে ২০০২ সালে বান্দ্রাতেই এক ফুটপাথবাসীকে বেপরোয়াভাবে গাড়ির নিচে পিষে দিয়েছিলেন অভিনেতা সলমন খান।