আজ কংগ্রেসের রামলীলা রাজধানীতে

দুর্নীতি এবং বিতর্কে জেরবার কংগ্রেস এবার পাল্টা আক্রমণের পথে হাঁটতে চলেছে। রবিবার দিল্লির রামলীলা ময়দানের সমাবেশ থেকেই সেই কাজটাই শুরু করতে চলেছেন সভানেত্রী সোনিয়া গান্ধী। সমাবেশে আর্থিক সংস্কারের পক্ষে সওয়াল করবেন প্রধানমন্ত্রী মনমোহন সিংও।

Updated By: Nov 4, 2012, 10:49 AM IST

দুর্নীতি এবং বিতর্কে জেরবার কংগ্রেস এবার পাল্টা আক্রমণের পথে হাঁটতে চলেছে। রবিবার দিল্লির রামলীলা ময়দানের সমাবেশ থেকেই সেই কাজটাই শুরু করতে চলেছেন সভানেত্রী সোনিয়া গান্ধী। সমাবেশে আর্থিক সংস্কারের পক্ষে সওয়াল করবেন প্রধানমন্ত্রী মনমোহন সিংও।
বিরোধীদের সমালোচনার কড়া জবাব দিতে বক্তব্য রাখবেন সোনিয়া গান্ধী। একইসঙ্গে এই সমাবেশ মঞ্চ থেকেই রাহুল গান্ধীকে দলের অন্যতম প্রধান মুখ হিসেবে তুলে ধরতে চাইছেন সোনিয়া। ইতিমধ্যেই মন্ত্রিসভায় জোর বেড়েছে রাহুল ব্রিগেডের। ২০১৪-র লোকসভা ভোটের কথা মাথায় রেখে এবার দলেও নবীন প্রজন্মের উপস্থিতি বাড়াতে চাইছে কংগ্রেস। সেকারণেই দলে গুরুত্ব বাড়ানো হচ্ছে রাহুল গান্ধীর। মায়ের পাশাপাশি রামলীলা ময়দানের জনসভায় বক্তব্য রাখবেন তিনিও। সুত্রের খবর, কংগ্রেস শীর্ষ নেতৃত্বের পাশাপাশি রাহুলও সরকারের বৃহৎ আর্থিক সংস্কারের পক্ষেই সওয়াল করবেন। আজকের সমাবেশ মঞ্চে সরকারের খুচরো ব্যবসায় বিদেশী বিনিয়োগের সিদ্ধান্তের কারণ জনসমক্ষে ব্যাখ্যা করবেন সনিয়ারা। এমনটাই মত রাজনৈতিক মহলের।

.