মুলায়মের জায়গায় প্রার্থী পুত্রবধূ ডিম্পল! বিপক্ষে অপর্ণা যাদব?

বিজেপির অন্দরে এমনও আলোচনা চলছে যে মুলায়মের দ্বিতীয় ছেলে প্রতীকের স্ত্রী অপর্ণা যাদবকে মইনপুরী উপনির্বাচনে প্রার্থী করা হতে পারে। আসলে, যাদব সম্প্রদায়ের ভোট এবং মুলায়ম যাদব পরিবারের নামের কারণে, বিজেপি অপর্ণা যাদবকে প্রার্থী করার কথা ভাবছে বলে মনে করা হচ্ছে। সমাজবাদী পার্টি বৃহস্পতিবার ডিম্পল যাদবের নাম ঘোষণা করেছে মইনপুরী আসনের উপনির্বাচনে জন্য তাদের দলের প্রার্থী হিসাবে।

Updated By: Nov 10, 2022, 02:34 PM IST
মুলায়মের জায়গায় প্রার্থী পুত্রবধূ ডিম্পল! বিপক্ষে অপর্ণা যাদব?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সমাজবাদী পার্টি বৃহস্পতিবার ডিম্পল যাদবের নাম ঘোষণা করেছে মইনপুরী আসনের উপনির্বাচনে জন্য তাদের দলের প্রার্থী হিসাবে। এই আসনটি পার্টির সুপ্রিমো মুলায়ম সিং যাদবের মৃত্যুর পরে খালি হয়েছিল। এই আসনে উপনির্বাচন হবে পাঁচ ডিসেম্বর। সমাজবাদী পার্টি তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে বলেছে, ‘দল ডিম্পল যাদবকে মইনপুরী উপনির্বাচনের দলের প্রার্থী হিসাবে ঘোষণা করেছে’।

এসপি নেতা এবং উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব ৮২ বছর বয়সে দশ অক্টোবর গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে মারা যান। উত্তর প্রদেশের ইটাওয়া জেলার নিজের জন্মস্থান সাইফাই গ্রামে রাষ্ট্রীয় সম্মানের সঙ্গে সমাজবাদী পার্টির নেতার শবদেহ দাহ করা হয়।

হাজার হাজার মানুষ তাদের ‘নেতাজি’ কে শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন। তাকে সবাই শ্রদ্ধার সঙ্গে ‘নেতাজি’ বলে ডাকত। মুলায়ম সিং যাদব কেন্দ্রীয় সরকারে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেছেন।

ডিম্পলকে টিকিট দেওয়ার আশ্চর্য সিদ্ধান্ত ছিল কারণ অখিলেশ যাদব প্রায় পাঁচ বছর আগে স্পষ্ট জানিয়েছিলেন যে তাঁর স্ত্রী আর নির্বাচনে লড়বেন না। অখিলেশ নিজেই এটাকে ডিম্পল যাদবের সিদ্ধান্ত বলে জানিয়েছিলেন। ডিম্পল দুইবার সাংসদ হয়েছেন। তিনি কনৌজ থেকে উপনির্বাচনে এবং তারপরে ২০১৪ সালের নির্বাচনে সাংসদ হয়েছিলেন। এরপর তিনি আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি।

মনে করা হয়েছিল যে অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদব ছাড়াও তেজ প্রতাপ যাদব এবং ধর্মেন্দ্র যাদব মইনপুরী লোকসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। অন্যদিকে শিবপাল যাদবও এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করছিলেন। একদিন আগেই অলোক শাক্যকে মইনপুরীর নতুন জেলা সভাপতি বানানো হয় এসপির পক্ষ থেকে।

আরও পড়ুন: 'আমাদের নাইজেরিয়া নিয়ে যাওয়া হচ্ছে', কেন্দ্রের কাছে সাহায্যর আর্জি আটক নাবিকদের 

বিজেপির তরফে জানা গিয়েছে প্রাক্তন প্রার্থী প্রেম সিং শাক্য, প্রাক্তন সাংসদ রঘুরাজ সিং শাক্য, ময়নাপুরী লোকসভা আসনের বিধায়ক মমতেশ শাক্য এই আসনে লড়াইয়ের দৌড়ে রয়েছেন। তবে এবারও এই আসনে বড় মুখ লড়ানোর কথা ভাবছে সংগঠন। এর জন্য সরকারে পর্যটনমন্ত্রী জয়বীর সিং এবং এসপি প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের ছোট পুত্রবধূ অপর্ণা যাদবের নাম আলোচনায় রয়েছে।

সূত্র মারফত জানা গিয়েছে বিজেপির অন্দরে এমনও আলোচনা চলছে যে মুলায়মের দ্বিতীয় ছেলে প্রতীকের স্ত্রী অপর্ণা যাদবকে মইনপুরী উপনির্বাচনে প্রার্থী করা হতে পারে। আসলে, যাদব সম্প্রদায়ের ভোট এবং মুলায়ম যাদব পরিবারের নামের কারণে, বিজেপি অপর্ণা যাদবকে প্রার্থী করার কথা ভাবছে বলে মনে করা হচ্ছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.