বিকেলে মোদী-মমতা বৈঠক, মমতাকে অস্বস্তিতে ফেলতে পাল্টা চাপের কৌশল রাজ্য বিজেপি নেতৃত্বের

সকাল সাড়ে দশটার বিমানে দিল্লি উড়ে যাচ্ছেন মুকুল রায়

Updated By: Sep 18, 2019, 07:45 AM IST
বিকেলে মোদী-মমতা বৈঠক, মমতাকে অস্বস্তিতে ফেলতে পাল্টা চাপের কৌশল রাজ্য বিজেপি নেতৃত্বের

নিজস্ব প্রতিবেদন: লোকসভা ভোটের পর প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে যাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এড়িয়ে গিয়েছিলেন নীতি আয়োগের বৈঠকও। অবশেষে আজ বিকেলে রাজধানীতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিকেলে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী বৈঠকের আগে মমতাকে অস্বস্তিতে ফেলতে পাল্টা চাপের কৌশল রাজ্য বিজেপি নেতৃত্বের।

দিল্লিতে যে বাড়িতে মুখ্যমন্ত্রী উঠেছেন, তার ঠিক পাশের বাড়িটিই মুকুল রায়ের। সেখানেই আজ জরুরি বৈঠক ডেকেছে রাজ্য বিজেপি। সকাল সাড়ে দশটার বিমানে দিল্লি উড়ে যাচ্ছেন মুকুল রায়, বারাকপুরের সাংসদ অর্জুন সিং। যাচ্ছেন শঙ্কুদেব পণ্ডাও।    

আরও পড়ুন - ছবি:মোদীর সঙ্গে বৈঠকের আগে তুলির টানে দেবীর চক্ষুদান করলেন মুখ্যমন্ত্রী

এর আগে ৪ বার কেন্দ্রের কাছে আর্থিক প্যাকেজ চেয়েছে রাজ্য সরকার। এবারও একই আর্জি জানাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে রাজ্যের নাম পরিবর্তনের বিষয়ে কেন্দ্রকে পদক্ষেপের অনুরোধও জানাবেন মুখ্যমন্ত্রী।

 

.