শেষকৃত্যের আগে রামেশ্বরমের রাস্তায় শ্রদ্ধা পড়ুয়াদের

Updated By: Jul 29, 2015, 10:12 PM IST
শেষকৃত্যের আগে রামেশ্বরমের রাস্তায় শ্রদ্ধা পড়ুয়াদের

জাতীয় শিক্ষককে শেষ দেখা। দেশের আপামর ছাত্রদের শেষ শ্রদ্ধা। আগামিকাল রামেশ্বরমে শেষকৃত্যের আগে প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামের প্রতি আরও একবার শ্রদ্ধায় নত হল গোটা দেশ।    

১৯৩১-এর ১৫ অক্টোবর থেকে ২৭ জুলাই ২০১৫

সোমবার সন্ধ্যায় অবসান হয়েছে একটা যুগের। বক্তৃতা করতে করতে শিলংয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি আবুল পাকির জয়নুলাবেদিন আবদুল কালাম।  বৃহস্পতিবার তাঁর জন্মস্থান রামেশ্বরমে শেষকৃত্য। বুধবার সকালেই রাজধানী থেকে উড়িয়ে নিয়ে যাওয়া হয় মিসাইল ম্যানের দেহ। দেহ পৌছতেই মন্দির শহরের বাতাস শোকের আবহে ভারী হয়ে ওঠে। মন্দাপম থেকে রামেশ্বরম, দশ কিলোমিটারের রাস্তায় অগুনতি মানুষের ভিড়। একটিবার দেখতে চান দেশের মহান সন্তানকে। তাঁর শ্রদ্ধায় একটি অনুষ্ঠানের আয়োজন করে কেরল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন।

বৃহস্পতিবার সকাল এগারোটায় শেষকৃত্য। পবিত্র নমাজের পর অন্ত্যেষ্টি। থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার ছুটি ঘোষণা করেছে তামিলনাড়ু সরকার।

.