এ মাসে বাড়ল না ভতুর্কিযুক্ত রান্নার গ্যাসের দাম, কারণ কি গুজরাট নির্বাচন!

গত ১৭ মাস ধরে প্রতি মাসেই ধাপে ধাপে বেড়েছে গ্যাসের দাম। এতদিন পরে সেই প্রথা ভাঙল

Updated By: Dec 11, 2017, 05:47 PM IST
এ মাসে বাড়ল না ভতুর্কিযুক্ত রান্নার গ্যাসের দাম, কারণ কি গুজরাট নির্বাচন!

নিজস্ব প্রতিবেদন: ডিসেম্বরে বাড়ল না ভতুর্কি‌যুক্ত রান্নার গ্যাসের দাম। তবে গত ১৭ মাস ধরে প্রতি মাসেই ধাপে ধাপে বেড়েছে গ্যাসের দাম। এতদিন পরে সেই প্রথা ভাঙল। কিন্তু এর পেছনে কি গুজারাট বিধানসভা নির্বাচন? উঠতে শুরু করেছে এমনই প্রশ্ন।

প্রতি মাসে ধীরে ধীরে ভতুর্কি কমিয়ে শেষপ‌র্যন্ত এলপিজিতে ভতুর্কি তুলে দেওয়ার পরিকল্পনা করেছে কেন্দ্র। সেই মতো গত এক বছরেরও বেশি সময় ধরে প্রতি মাসেই দাম বাড়ানো হয়েছে ভুর্তুকি‌যুক্ত গ্যাসের দাম। নভেম্বর মাসেও ভতুর্কি‌যুক্ত এলপিজি সিলিন্ডারের দাম ৪.৫০ টাকা বেড়েছে। কিন্তু ডিসেম্বরের প্রথম সপ্তাহে বাড়েনি দাম। সাধারণত প্রথম সপ্তাহেই দাম বেড়ে যায়। ফলে মনে করা হচ্ছে, এমাসে আর দাম বাড়বে না।

সংবাদ সংস্থা পিটিআই-এর কাছে রাষ্ট্রয়ত্ব তেল কোম্পানির এক কর্তা স্বীকার করে নিয়েছেন ‌যে ডিসেম্বর মাসে ভতুর্কি‌যুক্ত এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়নি। তবে কেন বাড়ানো হয়নি তা বলার মতো জায়গায় তিনি নেই বলে জানিয়েছেন। এটা ম্যানেজমেন্টের সিদ্ধান্ত।

উল্লেখ্য, গত ১৭ মাসে মোট ১৯ বার দাম বেড়েছে ভতুর্কি‌যুক্ত রান্নার গ্যাসের সিলিন্ডারে দাম। বেড়েছে মোট ৭৬.৫০ টাকা। ২০১৬ সালে একটি সিলিন্ডারের দাম ছিল ৪১৯.১৮ টাকা। এবছর নভেম্বরে ওই দাম গিয়ে হয়েছে ৪৯৫.৬৯ টাকা। কিন্তু এ মাসে বাড়ল না দাম। ওয়াকিবহাল মহলের দাবি, গুজরাট ও হিমাচল প্রদেশের নির্বাচনকে মাথায় রেখেই দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের মোদী সরকার। ফলে, গেরস্থ মনে প্রশ্ন উঠছে, পরের মাসে কি রান্নার গ্যাসের দাম অনেকটাই বাড়িয়ে দেবে কেন্দ্র?

আরও পড়ুন-বিয়েটা নাকি করেই ফেলেছেন বিরুষ্কা!

.