Summer Solstice: আজ আর কিছুক্ষণের মধ্যেই ভারতের আকাশে কী ঘটবে জানেন?
ল্যাটিন শব্দ 'sol'মানে সূর্য আর 'sistere' মানে স্থির হয়ে থাকা। এই দুটি শব্দ মিলে তৈরি হয়েছে Solstice শব্দটি। সাধারণত জুনের ২০ থেকে ২২-এর মধ্যে এই দিনটি পড়ে। এদিন সূর্যোলোক সব চেয়ে বেশি ক্ষণ থাকে।
নিজস্ব প্রতিবেদন: সামার সল্টিস যাকে জুন সল্টিসও বলে। উত্তর গোলার্ধে গ্রীষ্মে এবং দক্ষিণ গোলার্ধে শীতে এই দিনটি একটি বিশেষ দিন। একে 'মিডসামার'ও বলে। এটি উত্তর গোলার্ধে সব চেয়ে দীর্ঘ দিন।
পৃথিবীর অক্ষরেখা যখন সূর্যের দিকে ২৩.৪৪ ডিগ্রি ঝুঁকে থাকে সেদিনই সামার সল্টিস বা দীর্ঘতম দিন। উত্তর মেরু সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে বলে উত্তর গোলার্ধে দিন ১২ ঘণ্টার চেয়ে বেশি দীর্ঘ হয় আর অন্যদিকে দক্ষিণ মেরু সূর্য থেকে দূরে সরে যায় বলে দক্ষিণ গোলার্ধে দিনের ব্যাপ্তি হয় ১২ ঘণ্টার কম।
ল্যাটিন শব্দ 'sol'মানে সূর্য আর 'sistere' মানে স্থির হয়ে থাকা। এই দুটি শব্দ মিলে তৈরি হয়েছে সল্টিস শব্দটি। সাধারণত জুনের ২০ থেকে ২২-এর মধ্যে এই দিনটি পড়ে। এদিন সূর্যোলোক সব চেয়ে বেশি ক্ষণ থাকে। কেননা সূর্য এদিন আকাশের সর্বোচ্চ বিন্দুতে বিরাজ করে।
আজ ভারতীয় সময়ে আর কিছুক্ষণ পরেই সূর্য তার চূড়ান্ত বিন্দুতে পৌঁছবে। বলা হচ্ছে ২.৪৩ নাগাদ সূর্য আকাশের শীর্ষে থাকবে।