Supreme Court: 'অনেক হয়েছে, এর শেষ হওয়া প্রয়োজন', ধর্মস্থান আইনের বিরুদ্ধে হওয়া পিটিশন নিয়ে কড়া সুপ্রিম কোর্ট

Supreme Court: কংগ্রেস ও মিম এনিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করে যেন ওই আইন কড়া ভাবে পালন করা হয়

Updated By: Feb 17, 2025, 07:22 PM IST
Supreme Court: 'অনেক হয়েছে, এর শেষ হওয়া প্রয়োজন', ধর্মস্থান আইনের বিরুদ্ধে হওয়া পিটিশন নিয়ে কড়া সুপ্রিম কোর্ট

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ধর্মস্থান আইন ১৯৯১ এর বিরুদ্ধে করা পিটিশন নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। ওই আইন অনুযায়ী কোনও ধর্মস্থানকে নতুন করে দাবি করা যায় না। তার বিরুদ্ধেই একের পর এক পিটিশন জমা পড়ছে আদালতে। এনিয়ে ক্ষোভ প্রকাশ করে প্রধান বিচারপতি বলেন, অনেক হয়েছে। এটার একটা শেষ হওয়া দরকার। এনিয়ে নতুন কোনও পিটিশন শোনা হবে না।

আরও পড়ুন-ভোটার-আধার কার্ড থাকলেই ভারতীয় নাকি! বহু বাংলাদেশিরও তো ওরকম নথি আছে, মন্তব্য কলকাতা হাইকোর্টের

ধর্মস্থান আইনের বৈধতা নিয়ে প্রশ্ন তোল হয়েছে বহু পিটিশনে। ১৯৯১ সালে ওই আইন পাস হয়।  ওই আইনে ১৯৪৭ সালের ১৫ অগাস্ট পর্যন্ত হওয়া কোনও ধর্মস্থানের চরিত্র বদল নিষিদ্ধ হয়ে যায়। তবে ওই আইনের আওতার বাইরেই রাখা হয় রাম জন্মভূমিকে।

ওই আইনের বৈধতা নিয়ে প্রথম পিটিশন করেন অশ্বিনী কুমার উপাধ্যায় নামে এক ব্যক্তি। গত বছর সুপ্রিম কোর্ট ১৮টি পিটিশনের প্রসিডিংস বন্ধ করে দেয়। ওইসব পিটিশনে দেশের ১০টি মসজিদ সম্পর্কে প্রশ্ন তোলা হয়। ওইসব মসজিদের মধ্যে রয়েছে কৃষ্ণ জন্মভূমি শাহি ইদগা, কাশী বিশ্বনাথ-জ্ঞানব্যাপী মসজিদ ও সম্বল মসজিদ।

কংগ্রেসের আমলে ওই আইন পাস হয়। কংগ্রেস ও মিম এনিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করে যেন ওই আইন কড়া ভাবে পালন করা হয়। সোমবার আরও একটি পিটিশন করে বলা হয়, ধর্মস্থান আইন কঠোরভাবে রক্ষা করা উচিত যাতে মানুষ শান্তির সঙ্গে বসবাস করতে পারে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.