শীর্ষ আদালতে শর্তাধীন জামিন মঞ্জুর জয়ললিতার

আম্মার শর্তাধীন জামিন মঞ্জুর করল শীর্ষ আদালত। তাঁর সঙ্গেই অপর ৩ অপরাধী শশীকলা নটরাজন, ভিকে সুধাকরণ ও জে ইলাভরসির জামিনও মঞ্জুর করে শীর্ষ আদালত। জয়ললিতার হয়ে মামলা লড়েন অইনজীবী ফালি নরিম্যান।

Updated By: Oct 17, 2014, 01:10 PM IST
শীর্ষ আদালতে শর্তাধীন জামিন মঞ্জুর জয়ললিতার

ওয়েব ডেস্ক: আম্মার শর্তাধীন জামিন মঞ্জুর করল শীর্ষ আদালত। তাঁর সঙ্গেই অপর ৩ অপরাধী শশীকলা নটরাজন, ভিকে সুধাকরণ ও জে ইলাভরসির জামিনও মঞ্জুর করে শীর্ষ আদালত। জয়ললিতার হয়ে মামলা লড়েন অইনজীবী ফালি নরিম্যান।

গত ৭ অক্টোবর কর্ণাটক আদালত জয়াকে ৪ বছরের সাজা শোনানোর পর ৯ অক্টোবর শীর্ষ আদালতে আবেদন জানান জয়া। তাঁর সঙ্গেই আদেবন জানিয়েছেন অন্য ৩ অপরাধী শশীকলা নটরাজন, ভিকে শুধাকরণ ও জে ইলাভশ্রী। গত ২৭ সেপ্টেম্বর বেঙ্গালুরুর আদালত জয়াকে দোষী সব্যস্ত করে। ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত প্রথমবার মুখ্যমন্ত্রী থাকাকালীন জয়ার সম্পত্তির পরিমান নিয়ে আইনি নোটিসের ভিত্তি নেই বলে দাবি করেছেন জয়া।

দোষী সব্যস্ত করে জয়াকে ১০০ কোটি টাকা ও বাকি ৩জনকে ১০ কোটি টাকা জরিমানা ধার্য করেন বিচারপতি মাইকেল জন মাইকেল ডি'কুনহা। ১৯৯১ থেকে ৯৬ সাল পর্যন্ত ৬৬.৬৫ কোটি টাকার দুর্নীতি নিয়ে এই মামলা।

.