সিবিআই ডিরেক্টর রঞ্জিত সিনহাকে সরে দাঁড়ানোর নির্দেশ শীর্ষ আদালতের
আজ শীর্ষ আদালত এই চাঞ্চল্যকর রায় দেওয়ার পর, রঞ্জিত সিনহার পরবর্তী কোনও পদাধিকারী এই মামলার তদন্ত করবেন।
ওয়েব ডেস্ক: সিবিআই ডিরেক্টর রঞ্জিত সিনহাকে নজির বিহীন ভাবে ভর্তসনা করল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশ, টুজি কেলেঙ্কারির তদন্ত থেকে সরে দাঁড়ান রঞ্জিত সিনহা। এতদিন তিনি এই তদন্তের তত্ত্বাবধান করছিলেন। আজ শীর্ষ আদালত এই চাঞ্চল্যকর রায় দেওয়ার পর, রঞ্জিত সিনহার পরবর্তী কোনও পদাধিকারী এই মামলার তদন্ত করবেন। টু জি তদন্তে সিবিআই ডিরেক্টরের বিশ্বাসযোগ্যতা নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল।
একইসঙ্গে শীর্ষ আদালতের বিচারপতিদের মন্তব্য, কেন তাঁরা এমন নির্দেশ দিচ্ছেন, সিবিআইয়ের মতো প্রতিষ্ঠানের সম্মান রক্ষার স্বার্থেই এনিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছেন না তাঁরা। দেশের শীর্ষ তদন্তকারী সংস্থার ডিরেক্টরকে শীর্ষ আদালত এভাবে নির্দেশ দেওয়ায় রীতিমতো অস্বস্তিতে সিবিআই।
বিশিষ্ট আইনজীবী ও আম আদমি পার্টির নেতা প্রশান্ত ভূষণের অভিযোগ, টেলিকম দফতরের বেশ কিছু সব আমলা যোগসাজস করে বিভিন্ন কোম্পানিকে টুজি পরিষেবার বরাত পাইয়ে দিয়েছেন। সেই সব অভিযুক্ত আমলার সঙ্গে রঞ্জিত সিনহা তাঁর দিল্লির বাড়িতে নিয়মিত দেখা করেছেন বলে অভিযোগ প্রশান্ত ভূষণের।