গোরক্ষপুর শিশু মৃত্যুর ঘটনায় হস্তক্ষেপে নারাজ সুপ্রিম কোর্ট
ওয়েব ডেস্ক: গোরক্ষপুরের হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনাটি উত্তরপ্রদেশ সরকার তদন্ত করে দেখছে, এই বিষয়ে কোনও অভিযোগ বা আপত্তি থেকে থাকলে তা এলাহাবাদ হাইকোর্টের কাছে জানাতে হবে, আজ স্পষ্ট ভাষায় জানিয়ে দিল সুপ্রিম কোর্টে। এই ঘটনায় বিশেষ তদন্তকারী দল গঠনের অনুরোধ নিয়ে আজ প্রধান বিচারপতি জেএস কেহর এবং বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে আবেদন করা হয়। কিন্তু সেই আবেদন নাকচ করে দিয়ে দেশের শীর্ষ আদালত জানিয়ে দেয়, কর্তৃপক্ষ বিষয়টি দেখছে।
উল্লেখ্য, গত সপ্তাহে গোরক্ষপুরের বিআরডি মেডিক্যাল কলেজে ৬০টি শিশুর মৃত্যু ঘটে। মৃত শিশুদের অভিভাবকরা মৃত্যুর কারণ হিসাবে অক্সিজেন ঘটতিকে দায়ী করেন। শিশু মৃত্যুর খবর সামনে আসতেই উত্তরপ্রদেশ সরকার বিষয়টিতে হস্তক্ষেপ করে এবং শিশু বিভাগের দায়িত্বে থাকা ডাক্তারকে সরিয়ে দেওয়া হয়। সাসপেন্ড হন হাসপাতালের প্রাধনও। গতকাল ওই হাসপাতালে পরিস্থিতি দেখতে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানান, ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের উদাহরণযোগ্য শাস্তি দেওয়া হবে।