তিস্তা সিতলভাড়ের গ্রেফতারিতে স্থগিতাদেশ জারি সুপ্রিম কোর্টের

সমাজকর্মী তিস্তা সিতলভাড়ের গ্রেফতারি পরোয়ানার উপর স্থগিতাদেশ জারি করল সুপ্রিমকোর্ট,। যার ফলে আজ কার্যত এই সমাজকর্মীকে গ্রেফতার করতে  এসে তাঁর বাড়ির দোরগোড়া থেকেই ফিরে গেল গুজরাত পুলিস।  

Updated By: Feb 12, 2015, 06:00 PM IST
তিস্তা সিতলভাড়ের গ্রেফতারিতে স্থগিতাদেশ জারি সুপ্রিম কোর্টের

মুম্বই: সমাজকর্মী তিস্তা সিতলভাড়ের গ্রেফতারি পরোয়ানার উপর স্থগিতাদেশ জারি করল সুপ্রিমকোর্ট,। যার ফলে আজ কার্যত এই সমাজকর্মীকে গ্রেফতার করতে  এসে তাঁর বাড়ির দোরগোড়া থেকেই ফিরে গেল গুজরাত পুলিস।  

তিস্তা ও তাঁর স্বামীর বিরুদ্ধে গুলবার্গ সোসাইটির একটি মিউজিয়ামের জন্য তৈরি তহবিল তছরুপের অভিযোগ রয়েছে। ২০০২ সালের গুজরাতের ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গায় এই গুলবার্গ সোসাইটিতে খুন হয়েছিলেন অন্তত ৬০জন।

তিস্তার আইনজীবী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কপিল সিব্বল দাবি করেছেন গুজরাত সরকার শক্তির অপব্যবহার করে তিস্তাকে ফাঁসাবার চেষ্টা করছে। আজ সকালে গুজরাত হাইকোর্টে গ্রেফতারির আটকাতে তিস্তার আবেদন খারিজ করে দেয় গুজরাত হাইকোর্ট। তারপরেই গুজরাত পুলিসের একটি দল তাঁকে গ্রেফতার করতে মুম্বই পৌঁছে যায়।

তদন্তে সহায়তা করেননি তিস্তা। এই অভিযোগে আজ তাঁর জামিনের আবেদন খারিজ করে গুজরাত হাইকোর্ট। হাইকোর্টের মতে 'জনস্বার্থে' ও 'ন্যায় বিচারের স্বার্থে'  তিস্তা সিতলভাড়কে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে রায় দেয় আদালত।

গুলবার্গ সোসাইটি মিউজিয়ামের জন্য সংগৃহীত ১ কোটি ৫০ লক্ষ টাকার তহবিল তছরুপের যে অভিযোগ তিস্তা ও তাঁর স্বামীর বিরুদ্ধে উঠেছে তা অস্বীকার করেছেন তিস্তা। প্রসঙ্গত, গুজরাত দাঙ্গায় আক্রান্তদের হয়ে বহুদিন ধরেই লড়াই চালাচ্ছেন এই সমাজকর্মী।

গুলবার্গ সোসাইটি মিউজিয়ামের প্রকল্প ভেস্তে যাওয়ার পর তিস্তার বিরুদ্ধে তহবিল তছরুপের অভিযোগ দায়ের করেন ওই সোসাইটিরই ১২ জন বাসিন্দা। যদিও তিস্তার দাবি রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই তাঁর বিরুদ্ধে এই 'মিথ্যে' অভিযোগ আনা হয়েছে।

ভারতের মুখ্য বিচারপতি এইচ এল দাত্তু জানিয়েছেন তিস্তার আগাম জামিনের আবেদন আগামিকাল খতিয়ে দেখা হবে।

 

 

.