Tamil Nadu BJP Manifesto: সরকারি নিয়ন্ত্রণমুক্ত মন্দির, সাধুসন্তদের দায়িত্ব, প্রতিশ্রুতি BJP-র
দিল্লিতে বিজেপির সদর অফিস থেকে ইশতাহার (Tamilnadu BJP Manifesto) প্রকাশ করেন কেন্দ্রীয়মন্ত্রী নিতিন গডকড়ি।
নিজস্ব প্রতিবেদন: তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের (Tamil Nadu Elections 2021) আগে ইশতাহার (Tamil Nadu BJP manifesto) প্রকাশ করল বিজেপি। মন্দির নিয়ে দীর্ঘদিন ধরে সে রাজ্যে চলছে বিতর্ক। বিজেপি ইশতাহারে (Tamil Nadu BJP manifesto) দাবি করল, ক্ষমতায় এলে প্রাচীন মন্দিরগুলির পরিচালনার দায়িত্ব দেওয়া হবে সাধুসন্তদের। রাজ্য সরকার তার দেখভাল করবে না। বলে রাখি, বর্তমানে তামিলনাড়ুতে মন্দিরের দায়িত্ব রয়েছে রাজ্য সরকারের হাতে।
দিল্লিতে বিজেপির সদর অফিস থেকে ইশতাহার (Tamil Nadu BJP manifesto) প্রকাশ করেন কেন্দ্রীয়মন্ত্রী নিতিন গডকড়ি (Nitin Gadkari)। ওই অনুষ্ঠানে ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জেনারেল ভিকে সিং, তামিলনাড়ু বিজেপির সভাপতি এল মুরুগান। ইশতাহার পাঠ করেন নিতিন গডকড়ি। তিনি জানান, বিজেপি ক্ষমতায় এলে হিন্দু শাস্ত্রজ্ঞ ও সন্তদের নিয়ে বোর্ড গঠন করা হবে। জোর করে ধর্মান্তরণের বিরুদ্ধেও আনা হবে আইন।
এর পাশাপাশি শ্রীলঙ্কার তামিল শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণাও করেছে বিজেপি। এছাড়া রাজ্যে ৫০ লক্ষ চাকরি, মৎস্যজীবী ও কৃষকদের বছরে ৬,০০০ টাকা ভাতা দেওয়ার প্রতিশ্রুতিও রয়েছে পদ্ম ইশতাহারে।
বিজেপির ইশতাহারের (Tamil Nadu BJP manifesto) মূল কথা
১৮-২৩ বছরের মেয়েদের দ্বিযানের ড্রাইভিং লাইসেন্স বিনামূল্যে।
অষ্টম ও নবম শ্রেণির পড়ুয়াদের ট্যাবলেট।
কৃষির জন্য আলাদা বাজেট।
ইলেকট্রনিক্স রেশন কার্ডের মাধ্যমে হোম ডেলিভারি।
সব জেলায় মাল্টি-স্পেশালিটি হাসপাতাল। বিনামূল্যে চিকিৎসা।
২০০২ সালের আগে ঘরে ঘরে পাইপলাইনের মাধ্যমে পানীয় জল।
আরও পড়ুন- BJP Manifesto: সরকারি কাজে ও স্কুলে আবশ্যক বাংলা ভাষা, পদ্ম ইশতাহারে 'বিকাশ' বঙ্গ সংস্কৃতির