কখনও নিশানা বিজেপিকে, কখনও অভিযোগকারিণীকে পাল্টা চাপ, বার বার বয়ান বদলাচ্ছেন তেজপাল

ধর্ষণের অভিযোগ ওঠার পর বারবার বয়ান বদল করেছেন তরুণ তেজপাল। নিজের কৃতকর্মের জন্য প্রথমে সহকর্মী তরুণীর কাছে ক্ষমা চেয়েছিলেন। ছ-মাসের জন্য তহেলকা সম্পাদকের পদ ছাড়ার কথাও জানিয়েছিলেন। যদিও, পরে তেজপাল বলেন, সম্মানরক্ষার জন্য অভিযোগকারিণীর দাবি মানতে বাধ্য হন তিনি। আবার, দিল্লি হাইকোর্টে আগাম জামিনের আবেদনে তাঁর অভিযোগ ছিল, গোটা ঘটনাই উদ্দেশ্যপ্রণোদিত। বিজেপি তাঁকে ফাঁসাতে চাইছে।

Updated By: Dec 1, 2013, 01:38 PM IST

ধর্ষণের অভিযোগ ওঠার পর বারবার বয়ান বদল করেছেন তরুণ তেজপাল। নিজের কৃতকর্মের জন্য প্রথমে সহকর্মী তরুণীর কাছে ক্ষমা চেয়েছিলেন। ছ-মাসের জন্য তহেলকা সম্পাদকের পদ ছাড়ার কথাও জানিয়েছিলেন। যদিও, পরে তেজপাল বলেন, সম্মানরক্ষার জন্য অভিযোগকারিণীর দাবি মানতে বাধ্য হন তিনি। আবার, দিল্লি হাইকোর্টে আগাম জামিনের আবেদনে তাঁর অভিযোগ ছিল, গোটা ঘটনাই উদ্দেশ্যপ্রণোদিত। বিজেপি তাঁকে ফাঁসাতে চাইছে।

গোয়ার হোটেলেতরুণ তেজপাল তাঁকে যৌন নিগ্রহ করেছেন বলে অভিযোগ জানান তহেলকার এক তরুণী সাংবাদিক।ই-মেলে তরুণীর কাছে ক্ষমাচান তেজপাল। ঘটনা জানাজানি হতেই দেশজুড়ে তোলপাড় শুরু হয়ে যায়। তরুণীকে লেখা ই-মেলে তেজপাল বলেন, আপাতভাবে মজার একটা ঘটনা থেকেসাংঘাতিক ভুল হয়ে গেল। যে নীতি নিয়ে আমি এতদিন চলেছি, সে সবই আমি হারালাম। জীবনের শেষ দিন পর্যন্ত আমাকেশাস্তি পেতে হবে। আমাদের মধ্যে যে বিশ্বাসেরসম্পর্ক ছিল তা আমি নষ্ট করেছি। ভুল করে যাকরেছি তার জন্য ক্ষমা চাইছি।

একইসঙ্গে, তহেলকার কার্যনির্বাহী সম্পাদক সোমা চৌধুরীকে আরওএকটি মেল করেন তেজপাল। সে খানে বলেন, আমার ভুলেতহেলকার ঐতিহ্যে আঘাত লেগেছে। আমিক্ষমাও চেয়েছি। পত্রিকার সম্পাদক পদ ও তহেলকা অফিস থেকে ছ-মাসের জন্য অব্যাহতি নিচ্ছি। যদিও, এরপর এক বিবৃতিতে তেজপাল গোটা ঘটনাটিকে লঘু করে দেখাতে চান। বলেন, আমার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলা হয়েছে। বহুক্ষেত্রে সম্মান বজায় রাখতে আসল ঘটনা বলা যায় না। সম্মানরক্ষার জন্য অভিযোগকারিনীর দাবি মেনে চলেছি। পুলিসের সঙ্গেআমি সবরকম সহযোগিতা করব।

তরুণ তেজপালের পরিবারের তরফে তাঁর ওপর চাপ তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেন ওই তরুণী। তহেলকার চাকরিও ছেড়ে দেন তিনি। দিল্লি হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন তেজপাল। আর সেই আবেদনে, আগের বক্তব্য থেকে সম্পূর্ণ সরে আসেন তিনি। অভিযোগ করেন রাজনৈতিক চক্রান্তের। জামিনের আবেদনে তেজপাল বলেন, বিজেপি সরকার আমাকেফাঁসাতে চাইছে। গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিক্করেরচাপের জন্যইগোয়া পুলিস তদন্ত শুরু করেছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে ধর্ষণের অভিযোগ আনাহয়েছে। অভিযোগকারিণীর সঙ্গে হালকা কিছুকথা বলেছিলাম। যার ফলে তৈরিহয় কিছু ব্যক্তিগত মুহূর্ত। কিন্তু, কোনও ঘনিষ্ঠ মুহূর্ত তৈরি হয়নি।

যদিও, অভিযোগকারিণী তরুণী তাঁর বয়ানে জানিয়েছেন, ঘটনার দিন রাত্রে তরুণ তেজপাল তাঁর সঙ্গে যৌন বিষয়ে কথা বলছিলেন। কথা বলতে বলতেই শুরু করেন যৌন নিগ্রহ। বাধা দিলেও থামতে চাননি তিনি।সহযোগিতারকথা বললেও বৃহস্পতিবার গোয়া পুলিসের সমনে সাড়া দেননি তরুণ তেজপাল। শুক্রবার, দিল্লি হাইকোর্টে তাঁর আগাম জামিনের শুনানি রয়েছে।

.