তেলেঙ্গানা বিতর্কে এক মাসে ইতি টানবে কেন্দ্র: শিণ্ডে

তেলেঙ্গানা নিয়ে সর্বদলীয় বৈঠকে কোনও সমাধানসূত্র মিলল না। সর্বদল বৈঠকের প্রস্তাবের ভিত্তিতে পৃথক রাজ্য নিয়ে এক মাসের মধ্যে সিদ্ধান্ত নেবে সরকার। বৈঠক শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিণ্ডে শুক্রবার এ কথা জানিয়েছেন।

Updated By: Dec 28, 2012, 02:43 PM IST

তেলেঙ্গানা নিয়ে সর্বদলীয় বৈঠকে কোনও সমাধানসূত্র মিলল না। সর্বদল বৈঠকের প্রস্তাবের ভিত্তিতে পৃথক রাজ্য নিয়ে এক মাসের মধ্যে সিদ্ধান্ত নেবে সরকার। বৈঠক শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিণ্ডে শুক্রবার এ কথা জানিয়েছেন।
এ দিন অন্ধ্রপ্রদেশের ৮টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা সর্বদল বৈঠকে যোগ দেন। তবে, কোন দল কী প্রস্তাব দিয়েছে সে বিষয়ে মুখ খুলতে চাননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সকলকে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন তিনি। তেলেঙ্গানা ইস্যুতে সরকার সময় কিনতে চাইছে বলে অভিযোগ উঠেছে। কাল তেলেঙ্গানা বনধের ডাক দিয়েছে টিআরএস। সর্বদল বৈঠক চলাকালীন আজ দিল্লিতে নর্থ ব্লকের সামনে বিক্ষোভ দেখানো হয়। 
বৈঠক শেষে শিণ্ডে সাংবাদিকদের জানান, "আমরা প্রত্যেকটি রাজনৈতিক দলের মত শুনেছি। এ বিষয়ে এক মাসের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।" আজকের বৈঠক থেকে যা বেরিয়ে এসেছে সে বিষয়ে সরকারকে অবগত করা হবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

.