সংসদে তেলেঙ্গা বিল পাস পদ্ধতি নিয়ে ক্ষুব্ধ তৃণমূল, রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি

লোকসভায় যে পদ্ধতিতে তেলেঙ্গানা বিল পেশ ও পাস করানো হয়েছে তা অ-গণতান্ত্রিক এবং অ-সংসদীয়। এই অভিযোগে, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন তৃণমূল সাংসদরা। তাঁদের অভিযোগ, লোকসভায় সব দলকে বিল নিয়ে আলোচনার সুযোগ দেওয়া হয়নি।

Updated By: Feb 19, 2014, 09:18 PM IST

লোকসভায় যে পদ্ধতিতে তেলেঙ্গানা বিল পেশ ও পাস করানো হয়েছে তা অ-গণতান্ত্রিক এবং অ-সংসদীয়। এই অভিযোগে, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন তৃণমূল সাংসদরা। তাঁদের অভিযোগ, লোকসভায় সব দলকে বিল নিয়ে আলোচনার সুযোগ দেওয়া হয়নি।

তৃণমূলের আনা সংশোধনীর ওপর হয়নি ভোটাভুটিও। সংসদীয় নিয়ম-কানুন, রীতিনীতির তোয়াক্কা না করে সরকার ধ্বনিভোটে বিলটি পাস করিয়ে নিয়েছে বলে অভিযোগ করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি করেছেন তিনি।

মঙ্গলবার সংসদে পাস হয় তেলেঙ্গানা বিল। ধ্বনিভোট বিল পাস করানোর পর থেকেই অভিযোগে ফেটে পড়ে ক্ষুব্ধ তৃণমূল।

.