পাঠানকোটে পাক সীমান্তের কাছে উদ্ধার সন্দেহজনক গাড়ি
পাঠানকোটের কাছে একটি গাড়ি উদ্ধার। গত রাতে পাক সীমান্তের কাছে বামিয়ালে সন্দেহজনকভাবে একটি গাড়ি ঘুরতে দেখেন স্থানীয় বাসিন্দারা। বাসিন্দারাই আটক করলে গাড়ি ছেড়ে পালায় আরোহীরা।
![পাঠানকোটে পাক সীমান্তের কাছে উদ্ধার সন্দেহজনক গাড়ি পাঠানকোটে পাক সীমান্তের কাছে উদ্ধার সন্দেহজনক গাড়ি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/12/15/73075-pathankot-air-base1.jpg)
ওয়েব ডেস্ক : পাঠানকোটের কাছে একটি গাড়ি উদ্ধার। গত রাতে পাক সীমান্তের কাছে বামিয়ালে সন্দেহজনকভাবে একটি গাড়ি ঘুরতে দেখেন স্থানীয় বাসিন্দারা। বাসিন্দারাই আটক করলে গাড়ি ছেড়ে পালায় আরোহীরা।
গাড়ির নম্বর প্লেট জম্মু কাশ্মীরের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। পাঠানকোটের সেনা ঘাঁটিতে হামলার সময় বামিয়াল সীমান্ত দিয়েই ঢোকে জঙ্গিরা। তাই গাড়ি আটকের পর চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে আজ সকালে মণিপুরে ফের হামলা চালিয়েছে জঙ্গিরা। বিস্তারিত জানতে পড়ুন, মণিপুরে জঙ্গি হামলা, মৃত ২
আরও পড়ুন, সংসদে আজ কি মুখ খুলবেন প্রধানমন্ত্রী? আজই কি পর্দা ফাঁস করবেন রাহুল গান্ধী?