১৪ বছরের আলি বন্দী ১১০ বছরের শরীরে

সালটা ছিল ২০০৯। `পা` নামের একটি মূলধারার হিন্দি সিনেমা চমকে দিয়েছিল তামাম ভারতকে। আট বছরের এক শিশু বন্দী ৮০বছরের এক বৃদ্ধের শরীরে। নাম ভূমিকায় অমিতাভ বচ্চন। বছর আটের অরো নামের এক কিশোর। এই সিনেমার মাধ্যমে আম জনতা প্রজেরিয়া নামের এক অতি বিরল জিন গত অসুখের নাম জানতে পারে। এই অসুখে আক্রান্ত শিশুরা অকাল বার্ধক্যের শিকার হয়। এবার বাস্তবেও অরোর দেখা মিলল।

Updated By: Aug 27, 2013, 08:02 PM IST

সালটা ছিল ২০০৯। `পা` নামের একটি মূলধারার হিন্দি সিনেমা চমকে দিয়েছিল তামাম ভারতকে। আট বছরের এক শিশু বন্দী ৮০বছরের এক বৃদ্ধের শরীরে। নাম ভূমিকায় অমিতাভ বচ্চন। বছর আটের অরো নামের এক কিশোর। এই সিনেমার মাধ্যমে আম জনতা প্রজেরিয়া নামের এক অতি বিরল জিন গত অসুখের নাম জানতে পারে। এই অসুখে আক্রান্ত শিশুরা অকাল বার্ধক্যের শিকার হয়। এবার বাস্তবেও অরোর দেখা মিলল।
বিহারের ১৪ বছরের আলি হুসেন খান। অরোর মতোই জন্ম থেকেই প্রজেরিয়া আক্রান্ত এই কিশোর। বর্তমানে সারা পৃথিবীতে মাত্র ৮০জন প্রজেরিয়া আক্রান্তদের মধ্যে অন্যতম সে।
একজন সাধারণ কিশোর থেকে আট গুণ দ্রুত গতিতে বেড়েছে আলির শরীরের বয়স।
একই জিনগত অসুখে এর আগে মারা গেছে আলির পাঁচ ভাইবোন। আলির বাবা-মা তুতো ভাই বোন। তাঁদের আট সন্তানের মধ্যে মাত্র দু`জন স্বাভাবিক।
প্রতি ১মিলিয়ন শিশুর মধ্যে একজন প্রজেরিয়ায় আক্রান্ত হয়। প্রজেরিয়া আক্রান্তরা খুব বেশি হলে কুড়ির চৌকাঠ পেড়নোর পরেই মারা যায়।
জন্মের কয়েক মাসের মধ্যেই এদের শরীরে বার্ধ্যকের লক্ষণ দেখা যায়। কুঁচকে যায় চামড়া। শুরু হয় অস্বাভাবিক বৃদ্ধি। চুল উঠে যেতে শুরু করে। কিন্তু এখনও পর্যন্ত এই বার্ধক্য পদ্ধতি রোখার বা এই অসুখ নিরাময়ের কোনও ওষুধ তৈরি হয়নি।

.