ভারতে Remdesivir-এর উৎপাদন বেড়েছে প্রায় ১০ গুণ, ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর
বর্তমানে রেমডেসিভির উৎপাদনের দৈনিক পরিমাণ প্রায় ৩ লক্ষ ৫০ হাজার ভায়েলস।
নিজস্ব প্রতিবেদন: এক মাসের কিছু বেশি সময়ে ভারতে রেমডেসিভির (Remdesivir) উৎপাদনের হার বেড়েছে প্রায় ১০ গুণ। চলতি বছরের ১১ এপ্রিল পর্যন্ত ভারতে রেমডেসিভির (Remdesivir) উৎপাদন হত দৈনিক ৩৩ হাজার ভায়েলস। শনিবার যে পরিমাণ পৌঁছে গিয়েছে ৩ লক্ষ ৫০ হাজার ভায়েলসে। গত এপ্রিলে যা ছিল ১০ লক্ষ, মে মাসে তা পৌঁছে গিয়েছে ১ কোটিতে। শনিবার টুইটারে এমনটাই জানিয়েছেন জাহাজ মন্ত্রকের প্রতিমন্ত্রী মনসুখ মাণ্ডব্য (Mansukh Mandaviya)।
এক মাসের কিছু বেশি সময়ে যেভাবে ভারতে রেমডেসিভিরের (Remdesivir) উৎপাদন বেড়েছে, সেইজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান তিনি। তিনি আরও বলেন, “গত এক মাসে রেমডেসিভির (Remdesivir) উৎপাদনের জন্য প্ল্যান্টের সংখ্যা বাড়িয়েছে কেন্দ্র। ২০টি থেকে বাড়িয়ে প্ল্যান্টের সংখ্যা ৬০টি করা হয়েছে। বর্তমানে ভারতে চাহিদার তুলনায় বেশি পরিমাণে রেমডেসিভির (Remdesivir) মজুত রয়েছে।”
I am delighted and satisfied to inform you all that the Production of Remdesivir is ramped up ten times from
just ~33,000 vials/day on 11th April 2021 to ~3,50,000 vials/day today under the astute leadership of Hon'ble PM Shri @narendramodi Ji. (1/3) pic.twitter.com/Vy2RzrsYMQ
— Mansukh Mandaviya (@mansukhmandviya) May 29, 2021
We have also increased the number of plants producing Remdesivir from just 20 to 60 plants within a month.
Now the country has enough #Remdesivir as the supply is much more than the demand.
So we have decided to DISCONTINUE the Central Allocation of Remdesivir to States. (2/3) pic.twitter.com/Xv73MgO8HD— Mansukh Mandaviya (@mansukhmandviya) May 29, 2021
আরও পড়ুন: Air India এর বিমানে বাদুর আতঙ্ক! উড়ে গিয়েও দিল্লিতে ফিরে জরুরি অবতরণ
আরও পড়ুন: মুম্বইয়ে একশোর গণ্ডি টপকালো Petrol, কলকাতায় কত?
এছাড়া তিনি জানান, ন্যাশনাল ফার্মাসিউটিক্যালস প্রাইসিং অথরিটি অফ ইন্ডিয়া (NPPA-India) এবং সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (CDSCO)-কে বাজারে রেমডেসিভিরের লভ্যতার দিকে নজর রাখতে বলা হয়েছে।