মড়ক লেগেছে! জায়গা হচ্ছে না মর্গেও, স্তূপাকার কোভিড রোগীর মৃতদেহ
দৈনিক মৃত্যুর হার হু হু করে বেড়ে চলেছে। যার ফলে মর্গে জায়গা দেওয়া সম্ভব হচ্ছে না।
নিজস্ব প্রতিবেদন: কোভিডের দ্বিতীয় ঢেউয়ে আবার মরক লেগেছে। মর্গেও জায়গা মিলছে না দেহ রাখার। স্তুপাকার মৃতদেহে মাটিতে পা রাখা দায়। যার ভিডিও দেখে আঁতকে উঠছে মানুষ। ঘটনাটি ছত্তীসগঢ়ের রাজধানী রায়পুরের সবচেয়ে বড় সরকারি হাসপাতালের।
করোনার দ্বিতীয় ঢেউয়ে ত্রস্ত ছত্তিসগঢ়। পরিস্থিতি ক্রমশ খারাপ হতে চলেছে। করোনা রোগীর সংখ্যা এতটাই বেড়ে গিয়েছে যে আগের মতো বেসামাল পরিস্থিতি শুরু হয়েছে।
হাসপাতালের এক স্বাস্থ্যকর্মী জানিয়েছেন, এই প্রথমবার এই পরিস্থিতি তৈরি হয়েছে। দৈনিক মৃত্যুর হার হু হু করে বেড়ে চলেছে। যার ফলে মর্গে জায়গা দেওয়া সম্ভব হচ্ছে না। আঁতকে ওঠার মতো দৃশ্য ভেসে উঠছে।
Horrific visuals.from Ambedkar hospital in Raipur by @Someshpatel00 Bodies of #COVID patients are piling up at mortuary faster than they can be cremated @GargiRawat @manishndtv @riteshmishraht @ranvijaylive @vinodkapri @ipsvijrk @ipskabra pic.twitter.com/9ozQ43lVfe
— Anurag Dwary (@Anurag_Dwary) April 12, 2021
রায়পুরের প্রধান স্বাস্থ্য অফিসার মীরা বাঘেলের কথায়, 'এত লোক একসঙ্গে মারা যাবে, তা কখনও ভাবিনি। মৃতের সংখ্যা বাড়তে পারে সেই আশঙ্কায় শীততাপ নিয়ন্ত্রণ ঘর তৈরি করা হয়েছিল। কিন্তু সেই ঘরও এখন ছোট মনে হচ্ছে। কারণ, মৃতের সংখ্যা হু হু করে বেড়ে যাচ্ছে। কোথায় রাখব দেহ? তাই মেঝেতে, বাইরে, রোদের মধ্যেই রাখতে হচ্ছে। তবে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া হবে'।
পাশাপাশি রাজ্য সরকারের তরফে দ্রুত বৈদ্যুতিক চুল্লি তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।