পথে হাজার হাজার কৃষক; কৃষি আইনের প্রতিবাদে রক্তিম মুম্বইমুখী সড়ক

সোমবার প্রতিবাদে সামিল হবেন শরদ পাওয়ার।

Updated By: Jan 24, 2021, 05:17 PM IST
পথে হাজার হাজার কৃষক; কৃষি আইনের প্রতিবাদে রক্তিম মুম্বইমুখী সড়ক

নিজস্ব প্রতিবেদন: লালে লাল রাস্তা। মহারাষ্ট্রের ২১টি জেলা থেকে নাসিকে জড়ো হয়েছেন হাজার-হাজার কৃষক। পরে তাঁরা যাত্রা করেছেন মুম্বইয়ের দিকে। কেন্দ্রের কৃষক আইনের প্রতিবাদে এই পদযাত্রায় সামিল তাঁরা। 

রবিবার মহারাষ্ট্রের 'অলইন্ডিয়া কিসান সভা'র (Maharashtra unit of the All India Kisan Sabha) আয়োজনে কৃষক আন্দোলনের (farmers protest) সমর্থনে মুম্বইয়ে (mumbai) এই জমায়েত হয়। এই প্রতিবাদ নিয়ে মোর্চার আহ্বায়ক জানান, নাসিক (nasik) থেকে ১৮০ কিলোমিটার হেঁটে মুম্বইয়ের আজাদ ময়দানে পৌঁছবেন কৃষকেরা। আজাদ ময়দানে ধর্নার আয়োজন করা হয়েছে। সোমবার মিছিল করে যাওয়া হবে রাজভবনে। সেখানে প্রতিবাদে সামিল হবেন শরদ পাওয়ার (sharad pawar), আদিত্য ঠাকরে প্রমুখ নেতারা।

Also Read: 'দেশ কি বেটি' বনাম 'কন্যাশ্রী'; জাতীয় কন্যাদিবসে টুইট-যুদ্ধ মোদী-মমতার

লাল রঙের নিশান নিয়ে নাসিক থেকে মুম্বইয়ের দিকে কৃষকদের এই পদযাত্রা শিরোনামে উঠে এসেছে। রবিবার সকাল থেকেই নাসিকের রাস্তায় ব্যানার-পতাকা নিয়ে স্লোগান দিতে দিতে মুম্বইয়ের উদ্দেশে যাত্রা করেন কৃষকেরা। 

Also Read: আজাদির জন্য কিছু করতে না পারলেও দেশ গড়তে যা করা সম্ভব তা করতেই হবে: মোদী

.