আনসার বাংলাকে সাহায্য করার অভিযোগে পুণায় গ্রেফতার ৩ বাংলাদেশি
কলকাতা সহ পশ্চিমবঙ্গে কয়েকটি জায়গা থেকে এর আগেও গ্রেফতার করা হয়েছে আনসারউল্লাহ বাংলার সদস্যদের
![আনসার বাংলাকে সাহায্য করার অভিযোগে পুণায় গ্রেফতার ৩ বাংলাদেশি আনসার বাংলাকে সাহায্য করার অভিযোগে পুণায় গ্রেফতার ৩ বাংলাদেশি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/03/17/113432-333.jpg)
নিজস্ব প্রতিবেদন: বাংলাদেশের জঙ্গি সংগঠন আনসারউল্লাহ বাংলাকে সাহায্য করার অভিযোগে ৩ বাংলাদেশিকে গ্রেফতার করল মহারাষ্ট্র এটিএস। শনিবার তাদের পুণার ওয়ানভাড়ি ও আকুড়ি থেকে গ্রেফতার করা হয়।
পুণার বিভিন্ন জায়গায় অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের উপরে বহুদিন ধরেই নজর রাখছিল মহারাষ্ট্র পুলিস। এদের অনেকেই নির্মাণ শ্রমিক। সম্প্রতি গোপন সূত্রে খবর পেয়ে ওয়ানভাড়ি ও আকুড়িতে অভিযান চালায় পুলিস। তখনই জালে পড়ে যায় ওই তিনজন। এদের ২ জন বাংলাদেশের খুলনার সাতানি পুশখালি ও অন্য জন শরিয়তপুরের বিরাজিকুন্ডি এলাকার বাসিন্দা।
মহারাষ্ট্র এটিএসের পক্ষ থেকে জাননো হয়েছে, ওইসব বাংলাদেশিরা কোনও রকম বৈধ নথিপত্র ছাড়াই পুণায় বসবাস করছিল। ধৃতদের জেরা করা হচ্ছে।
আরও পড়ুন-নরেন্দ্র মোদীর দেওয়া প্রতিটি প্রতিশ্রুতিই নাটক : সোনিয়া গান্ধী
উল্লেখ্য, কলকাতা সহ পশ্চিমবঙ্গে কয়েকটি জায়গা থেকে এর আগেও গ্রেফতার করা হয়েছে আনসারউল্লাহ বাংলার সদস্যদের। বাংলাদেশের এই জঙ্গি সংগঠনকে আল কায়দার সহযোগী সংগঠন বলে মনে করা হয়। বংলাদেশের একাধিক ব্লগার খুনের সঙ্গে আনসারউল্লাহ বাংলার জঙ্গিদের জড়িত থাকার অভিযোগ উঠেছে।