আনুষ্ঠানিকভাবে লালু-নীতীশ-কংগ্রেস মহাজোটের ঘোষণা

Updated By: Jul 30, 2014, 03:41 PM IST
আনুষ্ঠানিকভাবে লালু-নীতীশ-কংগ্রেস মহাজোটের ঘোষণা

বিজেপিকে ঠেকাতে বিহারে লালু-নীতীশ-কংগ্রেসের মহাজোট। গত কয়েকদিন ধরেই আলোচনা চলছিল। আজ পটনায় আনুষ্ঠানিকভাবে ঘোষিত হবে তিন দলের জোট। একুশে অগস্ট বিহার বিধানসভার দশটি আসনে উপনির্বাচন। জেডিইউ তিন, আরজেডি পাঁচ এবং কংগ্রেস দুটি আসনে লড়াই করতে পারে।

লোকসভা ভোটে বিহারে মোদী ঝড়ে উড়ে গেছে নীতীশ কুমারের জেডিইউ এবং লালুপ্রসাদ যাদবের আরজেডি। একই হাল হয়েছে কংগ্রেসেরও।

সম্প্রতি, রাজ্যসভা নির্বাচনে লালুপ্রসাদ যাদবের সমর্থন নিয়ে জেডিইউয়ের তিন প্রার্থীকে জিতিয়ে আনতে পেরেছেন নীতীশ কুমার। এরপরই, কংগ্রেসকেও এই জোটে সামিল করার চিন্তাভাবনা শুরু হয়। লোকসভা নির্বাচনে বিহারে ৩৮.৮ শতাংশ ভোট পেয়েছে এনডিএ। সেখানে, লালু-নীতীশ-কংগ্রেসের যৌথ ভোট ৪৪.০৩ শতাংশ। বিজেপিকে হারাতে ভোটের অঙ্কের এই হিসাবের দিকেই তাকিয়ে আছেন লালু-নীতীশরা।

.