বাঘ দেখার ট্রেন!
ভারতীয় রেলের ওয়াইল্ড লাইফ ট্যুরিজম ট্রেন। নাম টাইগার এক্সপ্রেস। আদতে বাঘ দেখার ট্রেন। বান্ধবগড়, কানহা অরণ্যে বাঘ দেখাতে নিয়ে যাবে রেল। ট্রেনও তেমন। কেতা দুরস্ত। তবে খরচ বেশ বেশি। রেল আশা করছে বাঘ দেখানোর ট্রেনে ভিড় কম হবে না।
ওয়েব ডেস্ক: ভারতীয় রেলের ওয়াইল্ড লাইফ ট্যুরিজম ট্রেন। নাম টাইগার এক্সপ্রেস। আদতে বাঘ দেখার ট্রেন। বান্ধবগড়, কানহা অরণ্যে বাঘ দেখাতে নিয়ে যাবে রেল। ট্রেনও তেমন। কেতা দুরস্ত। তবে খরচ বেশ বেশি। রেল আশা করছে বাঘ দেখানোর ট্রেনে ভিড় কম হবে না।
(HIRAK RAJAR DESH তুমি যে এখানে কে তা জানত AMBIENCE) এঁরা চাননি বাঘের সঙ্গে মোলাকাত হোক। কিন্তু বাঘের সঙ্গে মোলাকাত করতে চান--এমন মানুষের সংখ্যাও কম নয়। কৈশোর স্মৃতি জড়ানো মন বারে বারে ফিরে পেতে চায় রুডিয়াড কিপলিং ( JUNGLE BOOK) এর নিজস্ব ভূবন। আর সেই ভূবনকেই যেন হাতের কাছে এনে দিতে রেলের এই পদক্ষেপ। টাইগার এক্সপ্রেস। (AMBIENCE ট্রেন চলার ছবি--সঙ্গে গানটা)। সবুজ পতাকা উড়িয়ে দিয়েছেন সুরেশ প্রভু। দিল্লির সফদরজং স্টেশন থেকে কাটানি, বান্ধবগড়, কানহা। অনবদ্য সফর। জঙ্গলে মঙ্গলের গদ্য। ট্রেনও তেমন। যেন চলমান বৈভব। বাঘ দেখতে ট্রেনে চড়লে তবে খরচ বেশ খানিকটা বেশিই। শুরুই আটত্রিশ হাজার টাকা। তবে পাঁচ রাত্রি ছয় দিনের বাঘ দেখার এই স্বপ্ন সফরে পয়সা উশুল হবেই দাবি রেলের। ট্রেনের মধ্যেই খাওয়া দাওয়ার বিস্তব বন্দোবস্ত। কূপে বসে খাওয়াতো যাবেই, খালি খাওয়াদাওয়ার জন্যই আলাদ কোচ। তবে এসব তো ট্রেনের কথা। আসল কথাতো বাঘ। কু-ঝিক ঝিক এবার বাঘ দেখাচ্ছে।