Tripura: তেলিয়ামুরায় আক্রান্ত TMC, অভিযোগ অস্বীকার BJP-র
বিজেপির পাল্টা অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
নিজস্ব প্রতিবেদন: ত্রিপুরায় (Tripura) আবার আক্রান্ত তৃণমূল (TMC)। তেলিয়ামুরায় তৃণমূলের প্রচারে হামলার অভিযোগ বিজেপির (BJP) বিরুদ্ধে। আহত পাঁচজন তৃণমূল সমর্থক হাসপাতালে চিকিৎসাধীন।
In Teliamura Ward No. 14, our supporter was brutally beaten up by @BJP4Tripura goons.
Unable to bear the love that people showered upon @AITCofficial leaders, @BjpBiplab is now lashing out at local residents.
Tripura police - silent spectators of Chief Minister's #DuareGundaRaj! pic.twitter.com/Px6dqXwdpb— AITC Tripura (@AITC4Tripura) November 17, 2021
তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) এই বিষয়ে জানিয়েছেন, "সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে বিজেপি। ধারাবাহিকভাবে তারা আক্রমণ চালিয়ে যাচ্ছে এবং আসন্ন পুরভোট, সেটা আগরতলা, তেলিয়ামুরা, সোনামুরা যাই হোক, সব যায়গায় বিজেপি নিশ্চিত হয়ে যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস মূল চ্যালেঞ্জার।"
তিনি আরও বলেন, "মানুষ তৃণমূল কংগ্রেসকে পছন্দ করছেন ও ভোট দেওয়ার জন্য মানসিক প্রস্তুতি নিয়ে ফেলেছেন। এর ফলেই তারা কখনও সরকারি গাড়ি নিয়ে তৃণমূলের প্রচারের সামগ্রী সরিয়ে ফেলছেন। কখনও তাদের গুন্ডা দিয়ে আক্রমণ চালাচ্ছেন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস যথাযথ ভাবে বিষয়টি দেশের সর্বোচ্চ আদালতকে জানাবে এবং আমরা দাবি করছি রাজ্য প্রশাসন, পুলিস প্রশাসন তারা অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।"
আরও পড়ুন: Indian Railways: থাকছে না ‘জেনারেল’ কামরা, ভিড় সামলাতে সংরক্ষিত বাতানুকূল কোচের ভাবনায় রেল!
এই বিষয়ে ত্রিপুরার বিজেপি নেতা নবেন্দু ভট্টাচার্য জানিয়েছেন, "এরা পাপিষ্ঠ ভন্ড। আমাদের কার্যকরতা উপর কাল হামলা করেছে। আমাদের কার্যকরতারা একটি বুথ অফিসে ছিল। সেটিকে ঘিরে আচমকা হামলা সংগঠিত করা হয়েছে।"
তিনি আরও বলেন, "সংখ্যায় তারা খুব বেশি ছিল না। আমাদেরও খুব বেশি লোক ছিল না। আমাদের লোকেরা পাল্টা আক্রমন করতে পারত, সেই সময়ে পুলিস চলে আসে। আহতদের জি বি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তিনজনকে রেফার করা হয়েছে এবং বাকিদের ওখানেই রাখা হয়েছে। দুজনকে আইসিইউতে (ICU) নিয়ে যাওয়া হয় এবং রাতে আরও দুজনকে জি বি হাসপাতালে নিয়ে আসা হয়। অসত্য তথ্য প্রচার করে এরা কি প্রমান করতে চায়? বিজেপির কার্যকরতাদের এরা নিজেদের কার্যকরতা বলতে চায়?"