কাছাকাছি তৃণমূল-কংগ্রেস, রাজ্যসভা নির্বাচনে সিংভিকে সমর্থন করতে পারে ঘাসফুল

সূত্রের খবর, মনু সিংভিকে নিয়ে আহমেদ প্যাটেলের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হয়েছে। তৃণমূল নেত্রী, মনু সিংভিকে সমর্থনে রাজিও হয়েছেন।

Updated By: Mar 9, 2018, 11:07 AM IST
কাছাকাছি তৃণমূল-কংগ্রেস, রাজ্যসভা নির্বাচনে সিংভিকে সমর্থন করতে পারে ঘাসফুল

নিজস্ব প্রতিবেদন: রাজ্যসভা নির্বাচনকে সামনে রেখে কাছাকাছি আসছে কংগ্রেস-তৃণমূল। বাংলা থেকে রাজ্যসভার পঞ্চম আসনে কংগ্রেস প্রার্থী হচ্ছেন অভিষেক মনু সিংভি।

সূত্রের খবর, মনু সিংভিকে নিয়ে আহমেদ প্যাটেলের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হয়েছে। তৃণমূল নেত্রী, মনু সিংভিকে সমর্থনে রাজিও হয়েছেন। দলীয় প্রার্থীকে জেতানোর জন্য তত্‍পর হতে প্রদেশ কংগ্রেসকে নির্দেশ দিয়েছেন রাহুল গান্ধী।

অন্যদিকে, সিপিএমের অন্দরে খবর, এবারও তারা রাজ্যসভায় বিকাশরঞ্জন ভট্টাচার্যকে প্রার্থী করতে চায়। কিন্তু, কংগ্রেস সাফ জানিয়ে রেখেছে যে সীতারাম ইয়েচুরি ছাড়া অন্য কোনও বাম প্রার্থীকে তারা সমর্থন করবে না। আবার, অভিষেক মনু সিংভি প্রার্থী হলে সিপিএম সমর্থন করবে না বলেও খবর।

ফলে, কংগ্রেস-তৃণমূল যখন কাছাকাছি আসছে তখন রাজ্যসভার নির্বাচনকে সামনে রেখে বামেদের সঙ্গে কংগ্রেসের দূরত্ব বাড়ল।

.