মণিপুরে সরকার গড়তে বিজেপিকে সমর্থন করল তৃণমূল
ওয়েব ডেস্ক: রাজনীতিতে স্থায়ী শত্রু বা মিত্র বলে কিছু হয় না! কথাটি'র সত্যতা আরও একবার প্রমাণিত হল 'আপাত অহিনকুল' বিজেপি-তৃণমূলের মিত্রতার মধ্য দিয়ে। বর্তমান রাজনীতিতে 'সাপে-নেউলে'র সম্পর্ক যে দুটি রাজনৈতিক দলের, তারাই এবার হাত ধরা ধরি করে সরকার গড়বে। একই পুকুরে ফুটবে পদ্ম এবং ঘাসফুল! মণিপুরে সরকার গড়তে ম্যাজিক সংখ্যার প্রয়োজন ছিল বিজেপির। সেখানে নিজেদের একটি 'অমূল্য' বিধায়কের সমর্থন জুগিয়ে ভারতীয় জনতা পার্টিকে সরকার গড়তে সাহায্য করবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। তিনটি আঞ্চলিক রাজনৈতিক দলের সঙ্গেই 'রাজনৈতিক শত্রু' তৃণমূল কংগ্রেসেরও সমর্থন আদায় করতে পেরেছে বিজেপি। ৬০ সংখ্যা বিশিষ্ট মণিপুর বিধানসভায় ২১টি আসনে জয়লাভ করেছে বিজেপি। ন্যাশনাল পিপলস পার্টি এবং নাগা পিপলস ফ্রন্ট দুটি দলই ৪টি করে আসনে জয়ী হয়েছে। এই দুই দলই মণিপুরে বিজেপিকে সমর্থন করছে। নিজেদের সমর্থনের কথা জানিয়েছে লোক জন শক্তি পার্টিও। প্রয়োজন ছিল আরও একটি বিধায়কের। তৃণমূলের এক এবং একমাত্র বিধায়ক তংব্রাম রবীন্দ্র বিজেপিকে সমর্থন করায় মণিপুরে সরকার গড়তে বিজেপির আর কোনও সমস্যাই নেই। (বিজেপিতে কৃষ্ণ)
রবিবার মণিপুরের রাজ্যপাল একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিজেপিকে ডেকে পাঠায় এবং সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে সরকার গড়ার জন্য আহ্বান করে। এরপরই তৎপর বিজেপি ২৪ ঘণ্টার মধ্যেই প্রয়োজনীয় সংখ্যা আদায় করে ফেলে। ৩ আঞ্চলিক দল সহ তৃণমূলের সমর্থন নিয়ে মণিপুরের সরকার হবে বিজেপির, আশাবাদী মণিপুরে বিজেপির রাজ্য সম্পাদক রাম মাধব।