জয়ললিতার স্বাস্থ্য নিয়ে মিথ্যা বলেছিলাম, জানালেন তামিলনাড়ুর মন্ত্রী

Updated By: Sep 23, 2017, 08:37 PM IST
জয়ললিতার স্বাস্থ্য নিয়ে মিথ্যা বলেছিলাম, জানালেন তামিলনাড়ুর মন্ত্রী

ওয়েব ডেস্ক: জয়ললিতার মৃত্যুর ঘটনায় নয়া মোড়। শনিবার এআইএডিএমকে-র প্রবীণ নেতা তথা তামিলনাড়ুর মন্ত্রী দিন্ডিগুল শ্রীনিবাসনের দাবি, শশীকলার ভয়ে জয়ললিতার স্বাস্থ্য নিয়ে মিথ্যা কথা বলেছিলেন দলের নেতারা। সাধারণ মানুষকে বিশ্বাস করাতে তাঁর শারিরীক অবস্থার উন্নতির কথা প্রচার করা হয়েছিল।'

তিনি জানিয়েছেন, জয়ললিতার সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হয়নি।যিনিই দেখা করতে গিয়েছেন, তাঁকে শশীকলার আত্মীয়রা বলেছেন, জয়া ভাল আছেন।

আম্মার স্বাস্থ্য নিয়ে মিথ্যা কথা বলার জন্য দলের কর্মীদের কাছে ক্ষমা চেয়েছেন তামিলনাড়ুর মন্ত্রী। তাঁর কথায়, "আমায় ক্ষমা করে দিন আপনারা। আম্মা ইডলি, চাটনি, চা খাচ্ছেন, এসবই মিথ্যা। কেউই তাঁকে খেতে দেখেননি। শশীকলার ভয়ে আমরা মুখ খুলতে পারিনি।" এআইএডিএমকে নেতার এমন দাবি প্রকাশ্যে আসার পর ফের জয়ার মৃত্যু নিয়ে রহস্য দানা বেঁধেছে। 

আরও পড়ুন, ডোক লা-য় মুখ পোড়ার পর ভারতকে পাশে চাইছে চিন

 

.