৭০-এ ৭০ হাজার চারাগাছ রোপণ, বিশেষভাবে সেলিব্রেট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে বিশেষ উদ্যোগ নিল গুজরাটের সুরাট পুরসভা, বেশ কিছু সংগঠন ও বাণিজ্যিক গোষ্ঠী।
নিজস্ব প্রতিবেদন: আজ তিনি ৭০-এ পা দিচ্ছেন। আর এই উপলক্ষ্যে গুজরাটের সুরাত জুড়ে ৭০ হাজার চারাগাছ লাগানো হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে বিশেষ উদ্যোগ নিল গুজরাটের সুরাট পুরসভা, বেশ কিছু সংগঠন ও বাণিজ্যিক গোষ্ঠী।
সুরাট পুরসভার ডেপুটি মেয়র বলেছেন, “প্রধানমন্ত্রী সব সময় মানুষকে অনুরোধ করেন, তাঁর জন্মদিন পালন করতে হলে এমন কিছু করতে, যা সাধারণের পক্ষে উপকারী হবে। তাই এ বছর বিশেষ পরিকল্পনা।” এছাড়াও চলবে মাস্ক বিতরণ-সহ আরও একাধিক কর্মসূচি। কোথাও বাজি ফাটিয়ে, কোথাও লাড্ডু বিলিয়ে- মধ্যরাতের পর থেকে বিজেপি কর্মীরা সেলিব্রেট করতে শুরু করে দেন প্রধানমন্ত্রীর জন্মদিন।
'করোনাকে দূরে সরিয়ে পুজো সবার আনন্দে কাটুক', ট্যুইটে মহালয়ার শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর গুজরাটের ভাদনগরে জন্ম হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রথমে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের (RSS) প্রান্তপ্রচারক থেকে দেশের প্রধানমন্ত্রী হওয়া। দীর্ঘ রাজনৈতিক জীবন প্রধানমন্ত্রীর।