আজ অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন পেমা খান্ডু
আজ অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন পেমা খান্ডু। আস্থা ভোটের আগেই শনিবার নাবাম টুকিতে পরিষদীয় নেতার পদ থেকে সরিয়ে দেয় কংগ্রেস। এরপরই মুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দেন টুকি। নতুন পরিষদীয় নেতা নির্বাচিত হন পেমা। যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী দরজি খাণ্ডুর ছেলে। পরিষদীয় দলের বৈঠকে কংগ্রেসের পঁয়তাল্লিশজন বিধায়ক অংশ নেন। ছিলেন বিক্ষুব্ধ নেতা খালিকা পুলও। তিনি নাবাম টুকিকে নেতা হিসেবে মেনে নিতে অস্বীকার করাতেই শীর্ষ নেতৃত্ব পেমা খাণ্ডুকে সর্বসম্মত ভাবে নেতা নির্বাচিত করে।
ওয়েব ডেস্ক: আজ অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন পেমা খান্ডু। আস্থা ভোটের আগেই শনিবার নাবাম টুকিতে পরিষদীয় নেতার পদ থেকে সরিয়ে দেয় কংগ্রেস। এরপরই মুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দেন টুকি। নতুন পরিষদীয় নেতা নির্বাচিত হন পেমা। যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী দরজি খাণ্ডুর ছেলে। পরিষদীয় দলের বৈঠকে কংগ্রেসের পঁয়তাল্লিশজন বিধায়ক অংশ নেন। ছিলেন বিক্ষুব্ধ নেতা খালিকা পুলও। তিনি নাবাম টুকিকে নেতা হিসেবে মেনে নিতে অস্বীকার করাতেই শীর্ষ নেতৃত্ব পেমা খাণ্ডুকে সর্বসম্মত ভাবে নেতা নির্বাচিত করে।
ডিসেম্বরে কংগ্রেসের সাতচল্লিশ জন বিধায়কের মধ্যে একুশ জন বিদ্রোহী হওয়ার পরেই, সরকারের পতন হয়। বেনজিরভাবে টুকি সরকারকে খারিজ করেন রাজ্যপাল JP রাজখোয়া। গত উনিশে ফেব্রুয়ারি বিদ্রোহী কংগ্রেস নেতা খালিখো পুল মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। বিজেপি সমর্থন করেন। তবে এর বিরুদ্ধে কংগ্রেস সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। বুধবার সুপ্রিম কোর্টের রায়ে মুখ্যমন্ত্রী পদে পুনর্বহাল হন নবাম টুকি। তারপর ফের অরুণাচলে নাটকীয় রাজনৈতিক পরিবর্তন।