প্রধান বিচারপতির বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে হলফনামা পেশ, সিবিআই, আইবি, দিল্লি পুলিসকে সমন সুপ্রিম কোর্টের
প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে ‘ষড়যন্ত্র’ মামলার বিচারবিভাগীয় তদন্তের আর্জি জানান আইনজীবী উত্সব বেইনস। আরও একটি হলফনামা দেওয়ার কথা বলেন তিনি
নিজস্ব প্রতিবেদন: আজ আইনজীবী উত্সব বেইন্সের অভিযোগ খতিয়ে দেখতে সিবিআইয়ের যুগ্ম অধিকর্তা, আইবি অধিকর্তা এবং দিল্লি পুলিসের প্রধানকে সমন পাঠালেন সুপ্রিম কোর্টের তিন বিচারপতি। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের মামলায় নতুন করে মুখবন্ধ খামে হলফনামা পেশ করেন উত্সব বেইনস। পাশাপাশি, সিসিটিভি ফুটেজের কপি-ও জমা দিয়েছেন উত্সব।
প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে ‘ষড়যন্ত্র’ মামলার বিচারবিভাগীয় তদন্তের আর্জি জানান আইনজীবী উত্সব বেইনস। আরও একটি হলফনামা দেওয়ার কথা বলেন তিনি। উত্সবের কথায়, “সঙ্কটে দেশের বিচারব্যবস্থা। এর আগে দেখেছি, সিবিআই-কে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়েছে।” পুলিসের দ্বারস্থ না হওয়ার পিছনে উত্সব যুক্তি দেন, রাজ্যের অধীনে কাজ করে পুলিস। যে রাজ্য শাসক দলের দ্বারা নিয়ন্ত্রিত হয়। পাশাপাশি, প্রশ্ন তোলেন শীর্ষ আদালতের বার কাউন্সিলের ভূমিকা নিয়ে। তাঁর অভিযোগ, এই মুহূর্তে দ্বিধাবিভক্ত বার কাউন্সিলের সদস্যরা। সস্তার রাজনীতি করা হচ্ছে যা একজন আইনজীবী হিসাবে উদ্বেগের বিষয়।
আরও পড়ুন- টিকিট না মেলায় বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান বিদায়ী সাংসদের, সরিয়ে নিলেন চৌকিদার শব্দ-ও
উল্লেখ্য, উত্সব ফেসবুকে অভিযোগ করেছিলেন, প্রধান বিচারপতির পদ থেকে রঞ্জন গগৈকে সরাতে বড় ষড়যন্ত্র করা হয়েছে। যার পিছনে একাংশ বিচারপতি, ব্যবসায়ী, দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদরা রয়েছেন বলে দাবি উত্সবের। এ দিন বিচারপতি এসএ বোবদের নেতৃত্বে বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়, বিচারপতি এন ভি রামান্নাকে নিয়ে একটি প্যানেল তৈরি করা হয়। ওই প্যানেলের অধীনে তদন্ত খতিয়ে দেখা হবে। এ দিন সিট গঠনের আর্জি জানান সলিসিটর জেনারেল তুষার মেহতা। আইনজীবী উত্সব বেইনসকে পুলিসি নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেওয়া হয় সুপ্রিম কোর্টের বেঞ্চের তরফে। বিচারপতি অরুণ মিশ্র বলেন, “এই প্রথম নির্ভয় চিত্তে কড়া পদক্ষেপ করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।”