কংগ্রেসে বড় ভাঙন, ত্রিপুরায় তৃণমূলই হতে চলেছে প্রধান বিরোধী দল
দল ছাড়লেন ত্রিপুরার ৬ জন কংগ্রেস বিধায়ক। এর আগেই পদত্যাগ করেছেন ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা, কংগ্রেসের সুদীপ রায় বর্মন। তিনি ইতিমধ্যেই তৃণমূলে যোগ দেওয়ার কথা ঘোষণা করেছেন।
ওয়েব ডেস্ক: দল ছাড়লেন ত্রিপুরার ৬ জন কংগ্রেস বিধায়ক। এর আগেই পদত্যাগ করেছেন ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা, কংগ্রেসের সুদীপ রায় বর্মন। তিনি ইতিমধ্যেই তৃণমূলে যোগ দেওয়ার কথা ঘোষণা করেছেন।
ঘণিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে, অন্যদিকে এদিনের পদত্যাগী ৬ জন কংগ্রেস বিধায়কও যোগ দিতে পারেন তৃণমূলে। এই ৭ জন কংগ্রেস বিধায়ক তৃণমূলে যোগ দিলে ত্রিপুরা বিধানসভায় তৃণমূলই হবে প্রধান বিরোধী দল। আজই ত্রিপুরা পৌছে কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠক করেছেন মুকুল রায়। ইতিমধ্যে কংগ্রেস ছেড়েছেন আরও এক বিধায়ক জিতেন সরকার। তবে তিনি যোগ দিচ্ছেন সিপিএমে।