রাজস্থান হাইকোর্টের বিচারপতির 'ময়ূরের সেক্স' মন্তব্যে তোলপাড় সোস্যাল মিডিয়া
গো-বিতর্কের পর এবার আলোচনায় জাতীয় পাখি ময়ূর। সৌজন্য রাজস্থান হাইকোর্টের বিচারপতি মহেশ চন্দ্র শর্মা। গরুকে জাতীয় পশু ঘোষণায় আদালতের আপত্তি নেই। বুধবারই জয়পুরে সরকারি গোশালায় গরুদের অবস্থার অবনতি নিয়ে একটি মামলার রায়দানে একথা জানিয়েছিলেন বিচারপতি শর্মা। অবসরের আগে সেটাই ছিল তাঁর শেষ রায় ঘোষণা। এরপর আদালতের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিচারপতি শর্মা বলেন, গো হত্যার চেয়ে জঘন্য অপরাধ আর কিছুই নেই। গরু মায়ের সমান। এর পরই তিনি ময়ূরের প্রসঙ্গ টেনে আনেন। জাতীয় পাখি ময়ূরের মহিমা ব্যাখ্যা করতে গিয়ে বিচারপতি শর্মা বলেন, ময়ূর আজীবন ব্রহ্মচারী থাকে। অশ্রুতেই ময়ূরীর সঙ্গে মিলন, তাতেই সন্তানের জন্ম হয়। ভগবান শ্রীকৃষ্ণ তাঁর মাথায় ধারণ করেছিলেন ময়ূরের পালক। আর গোমাতার গায়ে ঠেস দিয়ে বাঁশি বাজাতেন। বিচারপতির মুখ থেকে ব্রহ্মচারী ময়ূরের এই তত্ত্ব সংবাদমাধ্যমে প্রচার হওয়ার সঙ্গে সঙ্গেই তোলপাড় সোস্যাল মিডিয়া। সর্বত্র মন্তব্য এবং টিপ্পনির বন্যা।
ওয়েব ডেস্ক: গো-বিতর্কের পর এবার আলোচনায় জাতীয় পাখি ময়ূর। সৌজন্য রাজস্থান হাইকোর্টের বিচারপতি মহেশ চন্দ্র শর্মা। গরুকে জাতীয় পশু ঘোষণায় আদালতের আপত্তি নেই। বুধবারই জয়পুরে সরকারি গোশালায় গরুদের অবস্থার অবনতি নিয়ে একটি মামলার রায়দানে একথা জানিয়েছিলেন বিচারপতি শর্মা। অবসরের আগে সেটাই ছিল তাঁর শেষ রায় ঘোষণা। এরপর আদালতের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিচারপতি শর্মা বলেন, গো হত্যার চেয়ে জঘন্য অপরাধ আর কিছুই নেই। গরু মায়ের সমান। এর পরই তিনি ময়ূরের প্রসঙ্গ টেনে আনেন। জাতীয় পাখি ময়ূরের মহিমা ব্যাখ্যা করতে গিয়ে বিচারপতি শর্মা বলেন, ময়ূর আজীবন ব্রহ্মচারী থাকে। অশ্রুতেই ময়ূরীর সঙ্গে মিলন, তাতেই সন্তানের জন্ম হয়। ভগবান শ্রীকৃষ্ণ তাঁর মাথায় ধারণ করেছিলেন ময়ূরের পালক। আর গোমাতার গায়ে ঠেস দিয়ে বাঁশি বাজাতেন। বিচারপতির মুখ থেকে ব্রহ্মচারী ময়ূরের এই তত্ত্ব সংবাদমাধ্যমে প্রচার হওয়ার সঙ্গে সঙ্গেই তোলপাড় সোস্যাল মিডিয়া। সর্বত্র মন্তব্য এবং টিপ্পনির বন্যা।
Peacock: Let's have sex
Peahen: Dude, we're just good friends
Peacock cries, peahen gets pregnant https://t.co/pKN5A43u5l— Rahul Roushan (@rahulroushan) May 31, 2017
Sir, I have better things to do than to 'see peacock do sex'. Thanks. https://t.co/qt9ZQGIYhz
— Zakka Jacob (@Zakka_Jacob) May 31, 2017