সিয়াচেনে হিমবাহ ধসে শহিদ দুই ভারতীয় জওয়ান, বহুজনের আটকে থাকার আশঙ্কা

 আজ মঙ্গলবার লেহ থেকে তাঁদের দেহ বাড়ির উদ্দেশে রওনা দেবে

Updated By: Apr 27, 2021, 06:24 AM IST
সিয়াচেনে হিমবাহ ধসে শহিদ দুই ভারতীয় জওয়ান, বহুজনের আটকে থাকার আশঙ্কা
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন: সিয়াচেনে হিমবাহ ধসে রবিবার শহিদ হলেন দুই ভারতীয় জওয়ান। আরও ৪ জনের আহত হওয়ার খবর মিলেছে। সূত্রের খবর, রবিবার দুপুর ১টা নাগাদ ঘটনাটি ঘটে। প্রায় ৬ ঘণ্টা পর সন্ধে ৭টা নাগাদ তাঁদের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়। আরও অনেক জওয়ান ও মাল বহনকারী হিমবাহ ধসে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন: দর্শকহীন পুজো, অনুব্রতর কোমরে দড়ি থেকে কমিশনকে তুলোধনা- নেপথ্যে এই বাঙালি বিচারপতি

জানা গিয়েছে, শহিদ দুই জওয়ানই পঞ্জাবের বাসিন্দা। তাঁদের নাম প্রভজিৎ সিং ও অমরদীপ সিং। দক্ষিণ হিমবাহের সাব সেক্টর হানিফে ধস থেকে তাঁদের দেহ উদ্ধার হয়। ইতিমধ্যেই পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিং নিহতদের পরিবার প্রতি ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছেন। আজ মঙ্গলবার লেহ থেকে তাঁদের দেহ বাড়ির উদ্দেশে রওনা দেবে।  

আরও পড়ুন: 'দেশবাসীর বিনামূল্যে ভ্যাকসিন পাওয়া উচিত', কেন্দ্রকে হুঁশিয়ারি Rahul Gandhi-র

প্রসঙ্গত, কারাকোরাম পর্বতমালায় প্রায় ২০০০০ ফুট উচ্চতায় অবস্থিত সিয়াচেন হিমবাহ পৃথিবীর সর্বোচ্চ সেনা ক্ষেত্র। প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে নিজেদের কর্তব্য পালন করে চলেন সেনাবাহিনীরা।

.