Jammu and Kashmir: এনকাউন্টারে ফের কেঁপে উঠল সোপিয়ান, পুজোর আবহে উত্তেজনা উপত্যকায়
কাশ্মীর জোনের পুলিসের খবর অনুযায়ী, বারামুল্লার পাটান এলাকায় শুরু হয় গুলির লড়াই। তার কিছুক্ষণ আগে সোপিয়ান জেলার চিত্রগ্রাম জেলায় পুলিস ও নিরাপত্তা বাহিনীর জওয়ানদের মধ্যে গুলির লড়াই শুরু হয়েছে ।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলার চিত্রগাম এলাকায় এবং উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার পাটানে সন্ত্রাসবাদী এবং নিরাপত্তা আধিকারিকদের মধ্যে ফের চলল এনকাউন্টার (Encounter Breaks Out in Jammu and Kashmir)। দুটি এনকাউন্টারের কথা জানিয়েছে কাশ্মীর পুলিস নিজেই। টুইট করে তারা জানায়, "সোপিয়ানের চিত্রগাম এলাকায় এনকাউন্টার শুরু হয়েছে। পুলিস এবং নিরাপত্তা বাহিনী কাজ করছে।" কাশ্মীর জোনের পুলিসের খবর অনুযায়ী, বারামুল্লার পাটান এলাকায় শুরু হয় গুলির লড়াই। তার কিছুক্ষণ আগে সোপিয়ান জেলার চিত্রগ্রাম জেলায় পুলিস ও নিরাপত্তা বাহিনীর জওয়ানদের মধ্যে গুলির লড়াই শুরু হয়েছে ।
#Encounter has started at Yedipora, Pattan area of #Baramulla. Police and security forces are on the job. Further details shall follow.@JmuKmrPolice
— Kashmir Zone Police (@KashmirPolice) September 29, 2022
অন্য একটি টুইটে পুলিস জানিয়েছে, "বারামুল্লার ইয়েদিপোরা, পাটান এলাকায় এনকাউন্টার শুরু হয়েছে। পুলিস ও নিরাপত্তা বাহিনী কাজ করছে।" পুলিস ও নিরাপত্তা বাহিনী ওই এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর সংঘর্ষ শুরু হয়।
#Encounter has started at Chitragam area of #Shopian. Police and security forces are on the job. Further details shall follow.@JmuKmrPolice
— Kashmir Zone Police (@KashmirPolice) September 29, 2022
পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা