ফের হামলা জম্মু কাশ্মীরে, গুলিতে খতম ২ জঙ্গি
ফের জঙ্গি হামলা জম্মু কাশ্মীরে। এবার কুপওয়ারার হান্ডাওয়ারাতে হামলা চালাল জঙ্গিদের একটি দল। শেষ খবর পাওয়া পর্যন্ত, ওই ঘটনায় খতম করা হয়েছে ২ জঙ্গিকে। আহত হয়েছেন এক পুলিস কর্মী। তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
![ফের হামলা জম্মু কাশ্মীরে, গুলিতে খতম ২ জঙ্গি ফের হামলা জম্মু কাশ্মীরে, গুলিতে খতম ২ জঙ্গি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/11/13/98785-jk-aaaa.jpg)
নিজস্ব প্রতিবেদন : ফের জঙ্গি হামলা জম্মু কাশ্মীরে। এবার কুপওয়ারার হান্ডাওয়ারাতে হামলা চালাল জঙ্গিদের একটি দল। শেষ খবর পাওয়া পর্যন্ত, ওই হামলার সময় খতম করা হয়েছে ২ জঙ্গিকে। আহত হয়েছেন এক পুলিস কর্মী। তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
সেনা সূত্রে খবর, সোমবার হান্ডওয়ারায় টহলদারি পুলিসের একটি দলের উপর আচমকা হামলা চালায় জঙ্গিদের একটি দল। হামলার আঁচ পেতেই পাল্টা গুলি চালায় পুলিস। জঙ্গিদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে সেনা বাহিনীও। পুলিস ও সেনার একযোগে হামলার জেরে ঘটনাস্থলেই নিকেশ করা হয় ২ জঙ্গিকে।
আরও পড়ুন : মাঝ আকাশে ধোঁয়া, আগুনের ফুলকি, আতঙ্কে তড়িঘড়ি নামানো হল বিমান
তবে ওই হামলার পর পরই গোটা এলাকা জুড়ে তল্লাসি শুরু করে সেনা বাহিনী। ওই এলাকায় আর কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, সে বিষয়ে চলছে খোঁজ।এদিকে গত ৬ নভেম্বর পুলওয়ামায় হামলা চালায় জঙ্গিরা। ওই দিনের হামলায়ও নিহত হয় ৩ জঙ্গি।