মাকেও বিষ দিয়েই খুনের প্ল্যান ছিল উদয়নের!
মাকেও বিষ দিয়েই খুনের প্ল্যান ছিল। রায়পুরে পুলিসি জেরায় স্বীকারোক্তি উদয়ন দাসের। বারোটি ঘুমের ওষুধ মিশিয়ে সে খাবারও দেয় মাকে। কিন্তু তা না খাওয়ায়, শেষপর্যন্ত বাধ্য হয়ে গলা টিপে, শ্বাসরোধ করে মা ইন্দ্রাণী দাসকে খুন করে উদয়ন। বাবাকে অবশ্য ঘুমের ওষুধ মেশানো চা দিয়ে বেহুঁশ করার পরই, খুন করে সে। পুলিসের কাছে স্বীকার করে নিল উদয়ন। বাবা-মায়ের দেহ উদ্ধারের পর, এখন সে অনেকটাই ভারমুক্ত। পুলিসকে একথাও বলেছে এই সাইকো কিলার।
![মাকেও বিষ দিয়েই খুনের প্ল্যান ছিল উদয়নের! মাকেও বিষ দিয়েই খুনের প্ল্যান ছিল উদয়নের!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/02/18/78976-udayan1-18-2-17.jpg)
ওয়েব ডেস্ক: মাকেও বিষ দিয়েই খুনের প্ল্যান ছিল। রায়পুরে পুলিসি জেরায় স্বীকারোক্তি উদয়ন দাসের। বারোটি ঘুমের ওষুধ মিশিয়ে সে খাবারও দেয় মাকে। কিন্তু তা না খাওয়ায়, শেষপর্যন্ত বাধ্য হয়ে গলা টিপে, শ্বাসরোধ করে মা ইন্দ্রাণী দাসকে খুন করে উদয়ন। বাবাকে অবশ্য ঘুমের ওষুধ মেশানো চা দিয়ে বেহুঁশ করার পরই, খুন করে সে। পুলিসের কাছে স্বীকার করে নিল উদয়ন। বাবা-মায়ের দেহ উদ্ধারের পর, এখন সে অনেকটাই ভারমুক্ত। পুলিসকে একথাও বলেছে এই সাইকো কিলার।
আরও পড়ুন