জঙ্গি নাভেদের জেরায় চাঞ্চল্যকর তথ্য, উধমপুরে জঙ্গিহানায় মদত দিয়েছে পাকিস্তান
উধমপুরে ধৃত জঙ্গি মহম্মদ নাভেদ ইয়াকুব ওরফে উসমানকে জেরা করে স্পষ্ট পাক যোগ। এবার নাভেদের বিষয়ে বিশদে জানতে পাকিস্তানের কাছে তথ্য চাইতে চলেছে NIA। আজই সরকারিভাবে চেয়ে পাঠানো হতে পারে ডোসিয়ার। আজ ধৃত জঙ্গিকে NIA ডিজি শরদ কুমার নিজেই জেরা করবেন। জেরায় নাভেদ জানিয়েছে, কাশ্মীরে লস্কর-ই-তইবার নেটওয়ার্ক জোরদার করতে পাঁচ লক্ষ টাকা দিয়েছিল শ্রীনগরের এক ব্যবসায়ী । তারপর থেকেই ওই ব্যবসায়ীর সন্ধানে চলছে চিরুনি তল্লাশি। কাল নাভেদের ১৪ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেয় জম্মুর NIA কোর্ট।
ওয়েব ডেস্ক: উধমপুরে ধৃত জঙ্গি মহম্মদ নাভেদ ইয়াকুব ওরফে উসমানকে জেরা করে স্পষ্ট পাক যোগ। এবার নাভেদের বিষয়ে বিশদে জানতে পাকিস্তানের কাছে তথ্য চাইতে চলেছে NIA। আজই সরকারিভাবে চেয়ে পাঠানো হতে পারে ডোসিয়ার। আজ ধৃত জঙ্গিকে NIA ডিজি শরদ কুমার নিজেই জেরা করবেন। জেরায় নাভেদ জানিয়েছে, কাশ্মীরে লস্কর-ই-তইবার নেটওয়ার্ক জোরদার করতে পাঁচ লক্ষ টাকা দিয়েছিল শ্রীনগরের এক ব্যবসায়ী । তারপর থেকেই ওই ব্যবসায়ীর সন্ধানে চলছে চিরুনি তল্লাশি। কাল নাভেদের ১৪ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেয় জম্মুর NIA কোর্ট।
লস্কর জঙ্গিরা হামলা চালাতে পারে নাভেদের উপর। আশঙ্কা করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। তাই তড়িঘড়ি তাকে সোমবার সন্ধেতেই শ্রীনগর থেকে জম্মুতে নিয়ে আসা হয়েছিল। তদন্তের স্বার্থে নাভেদের কাস্টোডির আবেদন জানায় এনআইএ। নাভেদের বিরুদ্ধে ইউপিএ প্রয়োগ করা হয়েছে। তার বিরুদ্ধে ৩০২ ধারায় খুনের মামলাও দায়ের করা হয়েছে। এই ধারায় সর্বোচ্চ সাজা মৃত্যদণ্ড।