Union Budget 2022 expectations: এবার রেল বাজেটে বাড়ছে বরাদ্দ, ঘোষণা নতুন ১০ ট্রেনের!

এবার বাজেটে ঘোষণা হতে পারে নয়া দিল্লি-বারাণসী বুলেট

Updated By: Jan 31, 2022, 09:18 PM IST
Union Budget 2022 expectations: এবার রেল বাজেটে বাড়ছে বরাদ্দ, ঘোষণা নতুন ১০ ট্রেনের!

নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবার নির্মলা সীতারমনের বাজেট বক্তৃতায় কতটা বরাত খুলবে রেলের, কদিন ধরেই এনিয়ে আলোচনা চলছে বিভিন্ন মহলে। সংবাদমাধ্যমের খবর, এবার বাজেটে রেলের জন্য বরাদ্দ অনেকটাই বাড়াতে পারে মোদী সরকার। কারণ সরকারের পরিকল্পনার মধ্যে রয়েছে দেশের ৭ হাজার কিলোমিটার রেলপথে বৈদ্যুতিকরণ, বেশকিছু হাইস্পিড ট্রেন চালু করা-সহ একাধিক পরিকল্পনা।

গত বছর রেলের জন্য কেন্দ্রের বরাদ্দ ছিল ২.১৫ ট্রিলিয়ন রুপি। এবার তা অন্ততপক্ষে ২০ শতাংশ বেড়ে হতে পারে ২.৫০ ট্রিলিয়ন রুপি। ওই টাকা খরচ হবে রেললাইনের উন্নতি ও উন্নত উচ্চ গতিসম্পন্ন ট্রেন চালু করতে। সূত্রের খবর, এবার বাজেটে ১০ নতুন ট্রেন চালুর কথা ঘোষণা করতে পারে কেন্দ্র। এছাড়াও বেশ কিছু মেট্রো সিটিতেও ট্রেন চালু করার সম্ভাবনা রয়েছে।

এবার বাজেটে ঘোষণা হতে পারে নয়া দিল্লি-বারাণসী বুলেট(Bullet Train) ট্রেনের। পাশাপাশি নয়া দিল্লি-হাওড়া বুলেট ট্রেনের খবর থাকতে পারে নির্মলা সীতারমনের(Nirmala Sitharaman) নথিতে। এছাড়াও সোনালী চতুর্ভূজ রুটে বন্দে ভারত এক্সপ্রেসের(Vande Bharat Express) মতো দ্রুত গতির ট্রেন চালানোর কথাও ঘোষণা হতে পারে। এমনটাই ধারনা তথ্যাভিজ্ঞ মহলের।

উত্তর-পূর্ব ভারতে রেলের নেটওয়ার্ক বাড়ানোর পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। এনিয়ে কাজও শুরু করে দিয়েছে রেল মন্ত্রক। উত্তর-পূর্ব ভারতে রেল পথের জন্য ৭ হাজার কোটি টাকা বরাদ্দও করেছ দিয়েছে রেল। কাজ চলছে জিরিবাম-ইম্ফল লাইনের। ফলে উত্তর-পূর্ব ভারতের জন্য আরও বরাদ্দ ঘোষণা করতে পারে সরকার।

আরও পড়ুন-Union Budget 2022: Tax-এ কতটা ছাড়! শিক্ষা-স্বাস্থ্যে কী মিলবে? সীতারমনের কাছে এবার কী প্রত্যাশা দেশবাসীর

দেশের ২০০ স্টেশনকে নতুন করে সাজিয়ে তোলার পরিকল্পনা রয়েছে রেলের। পিপিপি মডেলে  ওই কাজ করতে খরচ হবে ১ লাখ কোটি টাকা। এছাড়াও দশটি নতুন হালকা ট্রেনের ঘোষণা হতে পারে। এতে বিদ্যুত্ খরচ কমবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি, ৬,৫০০ হালকা অ্যালুমিনিয়াম কোচ, ১২৪০টি লোকোমোটিভ এবং ৩৫,০০০ ওয়াগন তৈরি করার কথা ঘোষণা হতে পারে।

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.