'করোনার বিরুদ্ধে উত্তরপ্রদেশের লড়াই অভূতপূ্র্ব', Yogi-র কাঁধ চাপড়ে ঘোষণা Modi-র
পালটা কটাক্ষ Derek O'Brien-এর
নিজস্ব প্রতিবেদন: করোনা নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন মহলের সমালোচনার মুখে পড়ছে যোগী প্রশাসন। একাধিকবার বিরোধীরা নিশানা করেছে উত্তরপ্রদেশ সরকারকে। এই পরিস্থিতিতে নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতে দাঁড়িয়ে করোনা পরিস্থিতি সামাল দেওয়া নিয়ে যোগী সরকারের ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধীদের সমস্ত সমালোচনাকে উড়িয়ে দিয়ে মোদীর সাফ ঘোষণা, 'করোনার বিরুদ্ধে লড়াইয়ে দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন যোগী আদিত্যনাথ'।
২০২২-এ উত্তরপ্রদেশে বিধানসভার ভোট। তার আগে বারাণসীতে একাধিক প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রায় পনেরোশো কোটি টাকার প্রকল্প উদ্বোধন করেন তিনি। এরপর মোদী বলেন, 'ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশ করোনার বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়িয়েছে, তা প্রশংসার যোগ্য। অভাবনীয় ভাবে করোনার পরিস্থিতির মোকাবিলা করেছে এ রাজ্য।'
Today UP is a state that does the maximum number of testings across the country. It is a state that does maximum number of vaccinations: Prime Minister Narendra Modi in Varanasi#COVID19 pic.twitter.com/OdAMaKYycs
— ANI UP (@ANINewsUP) July 15, 2021
He (CM Yogi Adityanath) is quickly moving forward in making a modern UP, there is rule of law in UP today. 'Mafia raj' and terrorism have been brought under control. Today, criminals who cast an eye on women know that they won't be able to hide from the law: PM Modi in Varanasi pic.twitter.com/QjJdlpNauw
— ANI UP (@ANINewsUP) July 15, 2021
আরও পড়ুন: CBSE Class 10 result: কবে রেজাল্ট? স্কুলগুলিকে নয়া বিজ্ঞপ্তি সিবিএসইর
আরও পড়ুন: 'ঐতিহ্য, বিশ্বাস জড়িয়ে', সুপ্রিম প্রশ্নের মাঝেই করোনা আবহে কানওয়ার আয়োজনে যোগীরাজ্য!
করোনা আবহে কানওয়ার যাত্রার (Kanwar Yatra 2021) অনুমতি দেওয়ায় গতকালই উত্তরপ্রদেশ সরকারকে নোটিস পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। ঠিক তার পরের দিনই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী। উত্তরপ্রদেশের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন. 'করোনা যোদ্ধাদের অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত দেশের মধ্যে সবচেয়ে বেশি টিকাকরণ হয়েছে উত্তরপ্রদেশে।' উত্তরপ্রদেশ প্রশাসন এবং যোগী আদিত্যনাথকে প্রধানমন্ত্রীর এই দরাজ সার্টিফিকেট দেওয়ার কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন। টুইটারে তিনি লেখেন, '১৫ জুলাই পয়লা এপ্রিলের মতো অনুভূতি তৈরি করতে পারেন উনি'
He can make July 15 feel like April 1. https://t.co/z7fmQ0zQ7r
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) July 15, 2021